TRENDING:

গঙ্গার জল, কুরুক্ষেত্রের মাটি, জগন্নাথের ধ্বজা দিয়ে হল খুঁটি পুজো! লক্ষ কণ্ঠে গীতাপাঠের প্রস্তুতি শুরু ময়দানে

Last Updated:

এদিন সকাল থেকেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে খুঁটি পূজার তথা ভিত পুজোর আয়োজন করেন উদ্যোক্তারা। ২৪ শে ডিসেম্বর সকাল আটটা থেকে হবে "লক্ষ কণ্ঠে গীতা পাঠের "অনুষ্ঠান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ২৪ ডিসেম্বর কলকাতায় হবে “লক্ষ কণ্ঠে গীতা পাঠের” অনুষ্ঠান। সেই অনুষ্ঠান ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি হতে শুরু হয়েছে কলকাতার ময়দান চত্বরে। ওই দিন সকাল আটটা থেকে হবে এই গীতা পাঠের অনুষ্ঠান।যা নিয়ে রাজ্য রাজনীতিতেও উত্তাপ ছড়িয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির থাকার কথা এই গীতা পাঠের অনুষ্ঠানে। আর সেই গীতা পাঠের অনুষ্ঠানের  খুঁটিপুজো বা ভিত পুজোর অনুষ্ঠান হয়ে গেল শনিবার সকালে ।
লক্ষ কণ্ঠে গীতা পাঠের প্রস্তুতি শুরু৷
লক্ষ কণ্ঠে গীতা পাঠের প্রস্তুতি শুরু৷
advertisement

খুঁটি পুজোকে ঘিরেও সকাল থেকেই কার্যত সাজ – সাজ রব গোটা ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। একাধিক সন্ন্যাসীর উপস্থিতিতে কয়েক ঘণ্টা ধরে চলল এই ভিত পুজো। বেশ কয়েকজন বিজেপি নেতাও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। কয়েক ঘণ্টার ভিত পুজো অনুষ্ঠান করে লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানের প্রস্তুতি শুরু করলেন উদ্যোক্তারা।

আরও পড়ুন: গায়ে আগুন লাগানোর পরিকল্পনা, খোলা হয় ফেসবুক পেজ! বিদেশি মদতেই সংসদে তাণ্ডব?

advertisement

উদ্যোক্তাদের পক্ষে জানানো হয়েছে, মূলত গঙ্গার জল, কুরুক্ষেত্রের মাটি ও জগন্নাথ মন্দিরের ধ্বজা- এই তিন উপকরণ দিয়ে এ দিন হয়েছে খুঁটি পুজোর অনুষ্ঠান। কেন এই তিন উপকরণ দিয়ে খুঁটি পুজো? এ প্রসঙ্গে বলতে গিয়ে ভারত সেবাশ্রম সংঘের পক্ষে অন্যতম উদ্যোক্তা স্বামী প্রতাপানন্দ বলেন “এটা আজকে শুভ কাজ। আর শুভ কাজের জন্যই এই উপকরণগুলি নিয়ে আসা হয়েছে ভিত পুজোর জন্য।”

advertisement

এই গীতা পাঠের অনুষ্ঠানে একদিকে যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমন্ত্রিত তেমনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমন্ত্রণ জানিয়েছেন উদ্যোক্তারা। প্রধানমন্ত্রী আসলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসার বিষয়ে এখনও কোনও সবুজ সঙ্কেত মেলেনি বলে জানিয়েছেন উদ্যোক্তারা৷

উদ্যোক্তাদের পক্ষে স্বামী প্রতাপানন্দ বলেন “উনি আসবেন নাকি সেটা ওনার ব্যাপার। ধর্মের কাছে তো সবাই সমান।” আগের দিন অর্থাৎ ২৩ ডিসেম্বর সন্ধ্যের পর থেকেই বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ ও সন্ন্যাসীরা আসতে শুরু করবেন বলেই জানাচ্ছেন তারা।

advertisement

২৪ ডিসেম্বর গীতা পাঠের অনুষ্ঠানের দিন আবার রাজ্যে রয়েছে প্রাথমিকের টেট পরীক্ষা। ২৪ ডিসেম্বরের প্রাথমিকের টেট পরীক্ষার দিন বদল করার জন্য উদ্যোক্তাদের পক্ষ থেকে লিখিতভাবে দাবি জানানো হয়েছে বলে ও এদিন জানান স্বামী প্রতাপানন্দ।

এ প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন “পরীক্ষার তারিখটা পরিবর্তন করতে বলেছিলাম। পরিবর্তন হলে আমাদের সবার সুবিধা।” যদিও ওই দিনই প্রাথমিকের টেট হবে বলেই এখনও পর্যন্ত স্থির করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ইতিমধ্যেই টেটের জন্য অ্যাডমিট কার্ডও দিতে শুরু করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তাই সব মিলিয়ে এবার নজরে মহানগরের ২৪  ডিসেম্বরে লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান। তবে এই গীতা পাঠের অনুষ্ঠান এক লক্ষ সমাগম নয়, উদ্যোক্তারা মনে করছেন দু লক্ষেরও বেশি জন সমাগম হতে চলেছে। তাই সেই বিষয়কে মাথায় রেখেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন উদ্যোক্তারা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অরণ্য সুন্দরী ঝাড়গ্রামে প্রায় ৩০০ বছরেরও বেশি প্রাচীন একটি রাজবাড়ি, এক টুকরো ইতিহাস
আরও দেখুন

সোমরাজ বন্দ্যোপাধ্যায়

বাংলা খবর/ খবর/দেশ/
গঙ্গার জল, কুরুক্ষেত্রের মাটি, জগন্নাথের ধ্বজা দিয়ে হল খুঁটি পুজো! লক্ষ কণ্ঠে গীতাপাঠের প্রস্তুতি শুরু ময়দানে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল