TRENDING:

Kerala train attack: ট্রেনের মধ্যেই সহযাত্রীর গায়ে আগুন, রেল লাইনে পড়ে তিন মৃতদেহ! কেরলে হাড় হিম করা ঘটনায় জঙ্গি যোগ?

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: কেরলে চলন্ত ট্রেনের মধ্যেই এক সহযাত্রীর গায়ে আগুন ধরিয়ে দিলেন অন্য এক যাত্রী৷ অগ্নিকাণ্ডের এই ঘটনায় অন্তত আট জন ট্রেন যাত্রী আহত হয়েছেন৷ আবার এই ঘটনার পর পরই রেললাইনের উপর থেকে উদ্ধার হয়েছে তিন জনের দেহে৷ তাঁদের মধ্যে একটি শিশু এবং এক মহিলাও রয়েছেন৷ ওই তিন জন যাত্রীও অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে ওই ট্রেন থেকে নিখোঁজ ছিলেন৷
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

রবিবার রাতে কেরলের কোঝিকোড়ের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে৷ ঘটনায় জঙ্গি যোগেরও সন্দেহ করছে পুলিশ৷ সংবাদসংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, গতকাল রাত ৯.৪৫ মিনিট নাগাদ আলাপ্পুঝা কন্নৌড় এক্সিকিউটিভ এক্সপ্রেস ট্রেনটি কোঝিকোড় সিটি পেরিয়ে কোড়াপুঝা রেল ব্রিজের উপরে পৌঁছয়৷ তখনই ট্রেনের ডি১ কামরার ভিতরে বচসাকে কেন্দ্র করে এক যাত্রীর গায়ে দাহ্য কোনও তরল ঢেলে আগুন ধরিয়ে দেন এক সহযাত্রী৷ সঙ্গে সঙ্গে দাউ দাউ করে জ্বলে ওঠে ওই যাত্রীর শরীর৷

advertisement

আরও পড়ুন: ট্রেনের কামরার বাইরে কেন থাকে সাদা-নীল ডোরা কাটা দাগ? জেনে নিন কারণ

স্বভাবতই এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে ট্রেনের কামরার ভিতরে৷ অগ্নিকাণ্ডের এই ঘটনায় অন্তত আটজন যাত্রী আহত হন৷ ট্রেন থামাতে চেন টানেন এক যাত্রী৷ এর পরেই আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়৷ এই ঘটনার পরই রেল লাইনের পাশ থেকে একটি ব্যাগের মধ্যে আরও এক বোতল পেট্রোল এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ৷ যার ফলে ঘটনার সঙ্গে জঙ্গি যোগ থাকতে পারে বলে সন্দেহ করছে পুলিশ৷

advertisement

আবার হিন্দুস্তান টাইমস-এ প্রকাশিত একটি প্রতিবেদনে এক প্রত্যক্ষদর্শীর বক্তব্য উল্লেখ করে দাবি করা হয়েছে, ট্রেনটি কোরাপুঝা নদীর উপরে দাঁড়ানোর পরই মধ্য তিরিশের এক যুবক ট্রেন থেকে নেমে যায়৷ আগে থেকেই তার জন্য রেল লাইনের ধারে একটি বাইক অপেক্ষা করছিল৷ সেটিকে করেই পালিয়ে যায় ওই সন্দেহভাজন৷

আরও পড়ুন: Train-তো ইংরেজি শব্দ, এর বাংলা কী? ৯৯ শতাংশের অজানা

advertisement

সিসিটিভি ফুটেজ থেকে হামলাকারী যুবককে চিহ্নিত করেছে পুলিশ৷ গোটা ঘটনাটি পূর্ব পরিকল্পিত হামলা বলই পুলিশের অনুমান৷ ট্রেনটি কন্নৌড়ে পৌঁছনোর পরেই কয়েকজন যাত্রী দাবি করেন, ট্রেন থেকে একটি শিশু এবং এক মহিলা নিখোঁজ হয়ে গিয়েছেন৷ আহত এক যাত্রীও ওই মহিলা এবং শিশুর খোঁজ করছিলেন বলে জানিয়েছেন আর এক যাত্রী৷ কামরার ভিতর থেকে ওই মহিলার জুতো এবং মোবাইল ফোনও উদ্ধার হয়৷

advertisement

এর পরেই ওই রেল লাইন ধরে নিখোঁজদের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ৷ সেই তল্লাশিতেই রেল লাইনের ধার থেকে ওই তিনটি দেহ উদ্ধার হয়৷ এক বছরের একটি শিশু, এক মহিলা ছাড়াও একজন পুরুষের দেহ উদ্ধার হয়৷ পুলিশের অনুমান কামরার ভিতরে অগ্নিকাণ্ডের ঘটনা থেকে বাঁচতে চলন্ত ট্রেন থেকে নামার চেষ্টা করতে গিয়েই ওই তিন জনের মৃত্যু হয়েছে৷

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

জেলা পুলিশের এক কর্তা জানিয়েছেন, গোটা ঘটনার রহস্য উদঘাটনে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে৷ ওই মহিলা এবং শিশু ট্রেনের যাত্রী হলেও তাঁদের সঙ্গে যে পুরুষের দেহ উদ্ধার হয়েছে, তাঁর পরিচয় পাওয়া যায়নি। ঘটনায় আহত মোট ৯ জনকে কোঝিকোড় মেডিক্যাল কলেজ সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Kerala train attack: ট্রেনের মধ্যেই সহযাত্রীর গায়ে আগুন, রেল লাইনে পড়ে তিন মৃতদেহ! কেরলে হাড় হিম করা ঘটনায় জঙ্গি যোগ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল