নিকটতম দুই শক্তিশালী প্রতিদ্বন্দ্বী সিপিআইএম-এর ভিএস সুনীলকুমার এবং কংগ্রেসের কে মুরলীধরণকে পরাজিত করে জয়ী হয়েছেন গোপী। তাঁর জয়ের ব্যবধান ৭৪ হাজার ৬৮৬ ভোট। এই একই আসনে ২০১৯ লোকসভা নির্বাচনেও লড়েছিলেন গোপী। কিন্তু সেবার তিনি কংগ্রেসের টিএন প্রথমপনের কাছে লক্ষাধিক ভোটে পরাজিত হয়ে তৃতীয় স্থান পান। ২০২১-এর বিধানসভা নির্বাচনেও জিততে পারেননি গোপী। তবে সেবার তাঁর পরাজয়ের ব্যবধান ছিল ৪ হাজারের কম ভোট।
advertisement
আরও পড়ুন : কমে গেল ব্যবধান, শুরুতে পিছিয়ে শেষপর্যন্ত দেড় লক্ষ ভোটে জয়ী নরেন্দ্র মোদি!
এ বার এক্সিট পোলে তাঁকে জয়ী হিসেবেই দেখানো হয়েছিল। সেই পূর্বাভাসকে সত্যি বলে প্রমাণ করলেন রুপোলি দুনিয়া থেকে রাজনীতিতে আসা সুরেশ গোপী। উজান স্রোতে পাড়ি দিয়ে জয়ী হয়েছেন তিনি। মন্তব্য গোপীর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তিনি নিজের ‘রাজনৈতিক ঈশ্বর’ বলে মনে করেন। প্রসঙ্গত ছাত্রজীবনে বাম রাজনীতি করা গোপী পরবর্তীতে ঘনিষ্ঠ হন জাতীয় কংগ্রেসেরও। এর আগে কেরলের বিধানসভা নির্বাচনে লেফ্ট ডেমোক্র্যাটিক ফ্রন্ট এবং ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্টের প্রার্থীদের হয়ে সক্রিয় প্রচারে অংশ নিয়েছিলেন। পরে ২০১৬ সালে যোগ দেন বিজেপি-তে।
মালয়লম ইন্ডাস্ট্রির অন্যতম মুখ গোপী অভিনয় করেছেন তামিল, তেলুগু, কন্নড় এবং হিন্দি ছবিতেও। ১৯৯৮ সালে ‘কলিয়াট্টম’-এ অভিনয়ের জন্য জাতীয় পুরস্কারের পাশাপাশি রাজ্য স্তরেও সেরা অভিনেতার পুরস্কার পান তিনি।