সুপ্রিম কোর্টের রায়ের পরই কেরলের রাজনীতির মঞ্চে চাপানোতর শুরু হয় ৷ শাসক এবং বিরোধী দল সেই রায়ের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে হলফনামা জমা দেবে কিনা সেই নিয়ে সামান্য দ্বিধা তৈরি হয়েছিল ৷ কিন্তু সেই সমস্ত জল্পনা একেবারে উড়িয়ে দিলেন কেরলের মুখ্যমন্ত্রী ৷ পিনারাই বলেন, যেকোনও বয়সের মহিলারাই শবরীমালা মন্দিরে প্রবেশ করতে পারবেন ৷ মন্দিরে মহিলাদের প্রবেশের উপর আর কোনওরকম বাধা নেই ৷ মহিলাদের প্রবেশের জন্য প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হবে ৷ কারণ সরকারের উচিত আদালতের রায় মেনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া ৷
advertisement
আরও পড়ুন: সাধারণ মানুষের আশাভঙ্গ করেছেন মোদি, ২০১৯ এ কংগ্রেসের উপর বিশ্বাস রাখার আর্জি রাহুলের
পাহাড়ঘেরা কেরলের এই বিখ্যাত মন্দিরে দশ থেকে পঞ্চাশ বছর বয়সী মহিলাদের প্রবেশ নিষিদ্ধ ছিল। ৫৩ বছর ধরে চালু এই প্রথাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একাধিক মামলা হয়। সব মামলা একত্রিত করে প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্ব গঠিত হয় সাংবিধানিক বেঞ্চ। পাঁচ সদস্যের বেঞ্চ আট দিন ধরে শুনানির পর শুক্রবার ঐতিহাসিক রায় দেয় ।