TRENDING:

নিরুদ্দেশ ২০ জনের খোঁজ পেতে SIT গড়ল কেরল সরকার

Last Updated:

কেরলে নিখোঁজ ২০ জনের সঙ্গে আইএস যোগ থাকার সম্ভাবনা প্রকাশ্যে আসার পর থেকেই নড়েচড়ে বসেছে প্রশাসন ৷ সোমবার এই বিষয়ে তদন্তে করার জন্য SIT গঠন করেছে কেরল সরকার ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#তিরুবন্তপুরম: কেরলে নিখোঁজ ২০ জনের সঙ্গে আইএস যোগ থাকার সম্ভাবনা প্রকাশ্যে আসার পর থেকেই নড়েচড়ে বসেছে প্রশাসন ৷ নিরুদ্দেশ ২০ জনের খোঁজ পেতে সোমবার SIT গঠন করেছে কেরল সরকার ৷  ২০ সদস্যের এই দলের নেতৃত্বের দায়িত্বে রয়েছেন কাসেরগড়ের ডেপুটি এসপি ৷ কাসেরগড় থেকে নিখোঁজ ১৭ জনের পরিবারের সদস্যরা  অভিযোগ দায়ের করেছেন ৷ নিখোঁজ বাকি তিন জন পালঘাট জেলার বলে জানা গিয়েছে ৷ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির আধিকারিকরা নিখোঁজ যুবকদের পরিবারের সঙ্গে দেখা করেন ৷
advertisement

সোমবার ফিরোজ খান নামে নিখোঁজ যুবকদের মধ্যে একজনকে মুম্বই থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা আধিকারিকরা ৷ গোয়েন্দা সংস্থার অনুমান আইএসে যোগ দেওয়ার উদ্দেশ্যেই রওনা দিয়েছিল ফিরোজ ৷ কিন্তু তার আগে পুলিশের পাতা ফাঁদা ধরা পড়ে যায় সে ৷

নিখোঁজ যুবকদের মধ্যে বেশ কয়েকজন ইতিমধ্যেই সিরিয়ায় পাড়ি দিয়েছে বলে অনুমান গোয়েন্দা আধিকারিকদের ৷

advertisement

সূত্রের খবর, ২১ জন নিখোঁজ যুবকদের মধ্যে কমপক্ষে চারজন এক বছর আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছে ৷ তাদের মধ্যে বেশ কয়েকজন পরিবারের সদস্যদের ভয়েস মেসেজ ও হোয়্যাটসঅ্যাপে আইএসে যোগ দেওয়ার কথা জানিয়েছেন ৷

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোয় 'নবাবের জেলা'য় ফুটে উঠল সিপাহি বিদ্রোহ! চোখের সামনে রক্ত গরম করা অতীত
আরও দেখুন

সোমবার বিধানসভায় এই বিষয়ে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানান যে রাজ্য থেকে ২০ জন রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে গিয়েছে ৷ পাশাপাশি তিনি আরও জানান যে নিরুদ্দেশ ২০ জনের হদিশ পেতে ও তাদের সঙ্গে জঙ্গি গোষ্ঠীর কোনও যোগসূত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখছে  গোয়েন্দা আধিকারিকরা ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
নিরুদ্দেশ ২০ জনের খোঁজ পেতে SIT গড়ল কেরল সরকার