সোমবার ফিরোজ খান নামে নিখোঁজ যুবকদের মধ্যে একজনকে মুম্বই থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা আধিকারিকরা ৷ গোয়েন্দা সংস্থার অনুমান আইএসে যোগ দেওয়ার উদ্দেশ্যেই রওনা দিয়েছিল ফিরোজ ৷ কিন্তু তার আগে পুলিশের পাতা ফাঁদা ধরা পড়ে যায় সে ৷
নিখোঁজ যুবকদের মধ্যে বেশ কয়েকজন ইতিমধ্যেই সিরিয়ায় পাড়ি দিয়েছে বলে অনুমান গোয়েন্দা আধিকারিকদের ৷
advertisement
সূত্রের খবর, ২১ জন নিখোঁজ যুবকদের মধ্যে কমপক্ষে চারজন এক বছর আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছে ৷ তাদের মধ্যে বেশ কয়েকজন পরিবারের সদস্যদের ভয়েস মেসেজ ও হোয়্যাটসঅ্যাপে আইএসে যোগ দেওয়ার কথা জানিয়েছেন ৷
সোমবার বিধানসভায় এই বিষয়ে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানান যে রাজ্য থেকে ২০ জন রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে গিয়েছে ৷ পাশাপাশি তিনি আরও জানান যে নিরুদ্দেশ ২০ জনের হদিশ পেতে ও তাদের সঙ্গে জঙ্গি গোষ্ঠীর কোনও যোগসূত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখছে গোয়েন্দা আধিকারিকরা ৷