TRENDING:

বন্যার পর এবার নয়া আতঙ্ক কেরলে, ইঁদুর জ্বরে মৃত ১৫, আক্রান্ত প্রায় ৩৫০

Last Updated:

বন্যার ক্ষতির ধাক্কা সামলে উঠতে না উঠতেই কেরলে এবার ইঁদুর জ্বর বা লেপটোপাইরোসিস-এর প্রকোপ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
 #তিরুঅনন্তপুরম: বন্যাপীড়িত কেরলে নয়া আতঙ্ক ৷ বন্যার ক্ষতির ধাক্কা সামলে উঠতে না উঠতেই কেরলে এবার ইঁদুর জ্বর বা লেপটোপাইরোসিস-এর প্রকোপ ৷ আক্রান্তের সংখ্যা ৩৭২ ছাড়িয়েছে ৷ জলবাহিত এই রোগে রবিবার কোঝিকোড়েতে আক্রান্ত এক মহিলার মৃত্যুতে মৃতের সংখ্যা বেড়ে হল ১৫ ৷
advertisement

গত দুদিনে কেরলে এই ইঁদুর জ্বর বা লেপটোপাইরোসিস-এর কারণে আট জনের মৃত্যু হয়েছে ৷ যদিও স্বাস্থ্য মন্ত্রী কেকে শৈলজা জানিয়েছেন, আতঙ্কের কারণ নেই ৷ সরকারের তরফে এই রোগ প্রতিরোধের সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে ৷ যদিও জলবাহিত এই রোগ থেকে সংক্রমণ এড়াতে সতর্কতা জারি করা হয়েছে ৷

আরও পড়ুন 

চুল স্ট্রেট করার পরই বিপত্তি, সামলাতে না পেরে চরম পদক্ষেপ ছাত্রীর

advertisement

বিশেষজ্ঞরা জানিয়েছেন, লেপটোপাইরোসিস আসলে লেপ্টোসপিরা নামে একটি বিশেষ ধরনের ব্যাকটেরিয়া ঘটিত অসুখ ৷ ইঁদুর এই ব্যাকটেরিয়ার বাহক ৷ দূষিত জল থেকে ছড়ায় এই সংক্রমণ ৷ বন্যার দূষিত জলের কারণেই কেরলের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েছে এই ব্যাধি ৷

প্রাকৃতিক দুর্যোগের ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই ইঁদুর জ্বরের আতঙ্ক ৷ লেপটোপাইরোসিস-এ আক্রান্ত ব্যক্তিদের মধ্যে জ্বরের পাশাপাশি পেশিতে অসহ্য ব্যথা ও মাথা ধরে থাকার মতো উপসর্গ দেখা যায় ৷ কেরলে এখনও পর্যন্ত ৩৭২ জন আক্রান্ত হয়েছেন বলে মনে করা হচ্ছে ৷ এর মধ্যে ১৫০ জনের রক্ত পরীক্ষায় লেপটোপাইরোসিস-এর উপস্থিতি মিলেছে ৷

advertisement

আরও পড়ুন 

শূন্য থেকে নম্বর বেড়ে হল ১৬২! WBCS পরীক্ষার খাতা তলব হাইকোর্টের

এর মধ্যে সবথেকে বেশি প্রভাব পড়েছে কোঝিকোড়ে ৷ গতকাল পর্যন্ত কোঝিকোড়েতেই ২৮ জন লেপটোপাইরোসিস আক্রান্তের খবর মিলেছে ৷ এছাড়া ইঁদুর জ্বরের প্রকোপ ছড়িয়েছে মালাপ্পুরম, আল্লাপুজা, থ্রিসুরের মতো কেরলের বেশ কিছু রাজ্যে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

স্বাস্থ্যমন্ত্রী কেকে শৈলজা রাজ্যবাসীকে জ্বর হলে ডাক্তার না দেখিয়ে ওষুধ খাওয়ার ব্যাপারে সতর্ক করেছেন ৷ একইসঙ্গে আক্রান্ত এলাকার বাসিন্দাদের আশ্বস্ত করে জানিয়েছেন, প্যানিকের কোনও কারণ নেই সমস্ত হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ ওষুধ মজুদ আছে ৷ একই সঙ্গে বন্যা দুর্গত মানুষদের প্রতিষেধক হিসেবে ডাক্তারের পরামর্শে doxycycline ওষুধ খাওয়ার কথা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
বন্যার পর এবার নয়া আতঙ্ক কেরলে, ইঁদুর জ্বরে মৃত ১৫, আক্রান্ত প্রায় ৩৫০