স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশ, মা এবং দুই বোনের সঙ্গে থাকতেন সাহানা৷ তাঁর বাবা মধ্যপ্রাচ্যে কর্মরত ছিলেন৷ দু’ বছর আগে তিনি প্রয়াত হয়েছেন৷ চিকিৎসক ইএ রুওয়াইসের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন সাহানা৷ মৃত তরুণীর পরিবারের অভিযোগ, রুওয়াইসের পরিবার ১৫০ কেজি সোনা, ১৫ একর জমি এবং বিএমডব্লিউ গাড়ি দাবি করেন যৌতুকবাবদ৷ কিন্তু সাহানার পরিবারের তরফে জানিয়ে দেওয়া হয় এই দাবি তাঁদের পক্ষে মেটানো সম্ভব নয়৷ এর পরই পাত্রপক্ষের তরফে বিয়ে প্রস্তাব নাকচ করে দেওয়া হয়৷ তার পরই মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েন সাহানা৷
advertisement
তদন্তকারীরা জানিয়েছেন সোমবার নাইট ডিউটি ছিল সাহানার। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তিনি অনুপস্থিত ছিলেন সার্জারি ওয়ার্ডে। ডাকতে এলে দেখা যায় তাঁর ফ্ল্যাটের দরজা ভিতর থেকে বন্ধ। একাধিক বার ডাকাডাকিতেও তিনি সাড়া না দেওয়ায় শেষে পুলিশে খবর দেওয়া হয়। দরজা ভেঙে ফ্ল্যাটে ঢুকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় সাহানাকে। মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। প্রাথমিক তদন্তে ধারণা, কোনও অ্যানাস্থেশিয়া কড়া ডোজে নিজের শরীরে ইঞ্জেকশন প্রবেশ করিয়ে ছিলেন সাহানা। তদন্ত সূত্রে জানা গিয়েছে আত্মঘাতী চিকিৎসক একটি সুইসাইড নোট রেখে গিয়েছেন৷ সেখানে লেখা রয়েছে ‘সকলেই শুধু অর্থ চায়৷’
আরও পড়ুন : বিয়ে আগামী মাসে, আনন্দনগরী কলকাতাতেই দাম্পত্যজীবন কাটাতে চান করাচিকন্যা
এই ঘটনার পর কেরলের মহিলা কমিশনের চেয়ারপার্সন পি সতীদেবী সাহানার বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সঙ্গে কথা বলেন৷ সতীদেবী জানিয়েছেন তদন্তে যদি প্রমাণিত হয় পণের দাবির চাপেই আত্মহননের পথে গিয়েছেন তরুণী চিকিৎসক, তাহলে দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে৷
(DISCLAIMER:This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata)