TRENDING:

নাইরোবির অ্যাপার্টমেন্ট ভেঙে পড়ার ঘটনায় ৪৯ জনের দেহ উদ্ধার

Last Updated:

কেনিয়ার রাজধানীতে গত ২৯ এপ্রিল ভেঙে পড়েছিল ছ’তলার একটি অ্যাপার্টমেন্ট ৷ এক সপ্তাহ ধরে প্রবল বৃষ্টির মধ্যে উদ্ধারকাজই ঠিকমতো চালানো যাচ্ছিল না ৷ শেষপর্যন্ত উদ্ধারকারীর দলের পক্ষ থেকে শনিবার জানিয়ে দেওয়া হয়, তাদের কাজ শেষ ৷ মোট ৪৯ জনের মৃতদেহই খুঁজে পাওয়া গিয়েছে ধ্বংসস্তূপের ভিতরে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নাইরোবি: কেনিয়ার রাজধানীতে গত ২৯ এপ্রিল ভেঙে পড়েছিল ছ’তলার একটি অ্যাপার্টমেন্ট ৷ এক সপ্তাহ ধরে প্রবল বৃষ্টির মধ্যে উদ্ধারকাজই ঠিকমতো চালানো যাচ্ছিল না ৷ শেষপর্যন্ত উদ্ধারকারীর দলের পক্ষ থেকে শনিবার জানিয়ে দেওয়া হয়, তাদের কাজ শেষ ৷ মোট ৪৯ জনের মৃতদেহই খুঁজে পাওয়া গিয়েছে ধ্বংসস্তূপের ভিতরে ৷ এই দুর্ঘটনায় ওই অ্যাপার্টমেন্টের ১৪৯ জন বাসিন্দাকে জীবিত উদ্ধারও করা গিয়েছে ৷ এদের মধ্যে রয়েছে একটি সাত মাসের শিশুও ৷ যাকে চার দিন পর ধ্বংসস্তূপের ভিতরে উদ্ধার করা সম্ভব হয় ৷ কেনিয়ার ন্যাচরাল ডিজাস্টার ম্যানেজমেন্টের প্রধান পিউস মাসাই জানান, ‘‘ আমাদের রেসকিউ অপারেশনের কাজ শেষ ৷ ৪৯ জনের মৃতদেহই খুঁজে পাওয়া গিয়েছে এই ধ্বংসস্তূপের মধ্যে ৷’’
advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/দেশ/
নাইরোবির অ্যাপার্টমেন্ট ভেঙে পড়ার ঘটনায় ৪৯ জনের দেহ উদ্ধার