শনিবারই মন্ত্রীসভা থেকে কপিল মিশ্রকে বহিষ্কার করেন কেজরিওয়াল ৷ কেজরিওয়ালের অভিযোগ, নিজের ক্ষমতার অপব্যবহার করছিলেন কপিল মিশ্র ৷
বহিষ্কার হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই কেজরিওয়ালের দিকে ‘ঘুষ’ নেওয়ার অভিযোগ তোলেন কপিল ৷ কপিলের অভিযোগ, শুক্রবারই তাঁর সামনে দিল্লির স্বাস্থ্য এবং পূর্ত মন্ত্রী সত্যেন্দ্র জৈন অরবিন্দ কেজরীবালকে ২ কোটি টাকা নগদ দেন। কপিলের অভিযোগ, টাকার উৎস সম্পর্কে প্রশ্ন করলে কেজরীবাল সেই প্রশ্ন এড়িয়ে যান। কপিল মিশ্র-র কথায়, টাকা লেনদেনের এই বিষয়টি তিনি দিল্লির দুর্নীতি দমন শাখাকে জানান। শনিবার নিজে গিয়ে সেকথা দিল্লির মুখ্যমন্ত্রীকে জানিয়েও আসেন তিনি। টাকা লেনদেনের খবর দুর্নীতি দমন শাখাকে জানিয়ে দেওয়ায় ক্ষুব্ধ কেজরীবাল তাঁকে বরখাস্ত করেছেন ৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 07, 2017 6:10 PM IST