TRENDING:

কেদারনাথের বন্যায় ভেসে গিয়েছিল বাবা, ৫ বছর পর নিজের মা-কে খুঁজে পেল কিশোরী

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আলিগঢ়: মিরাকল বলে আদৌ কিছু হয় ? হয়তো হয় ৷ কারণ এই ঘটনাটিকে মিরাকল ছাড়া আর কিছুই বলা যায় না ৷
advertisement

সালটা ছিল ২০১৩ ৷ বাবা মায়ের সঙ্গে কেদারনাথে ঘুরতে গিয়েছিল চঞ্চলা ৷ সেবারই ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ নেমে এসেছিল কেদারনাথে ৷ বন্যার জেরে প্রায় ৫ হাজার জন মারা গিয়েছিলেন সেবার ৷ বেশ কয়েকজনের খোঁজ আজও মেলেনি ৷ সেই বন্যাতেই নিজের বাবা-কে চোখের সামনে ভেসে যেতে দেখেছিল চঞ্চলা ৷ মা-কেও খুঁজে পায়নি ১২ বছরের কিশোরী ৷

advertisement

তবে, মা বাবাকে হারিয়ে ফেললেও মাথা গোঁজার ঠাঁই পেয়েছিল চঞ্চলা ৷ জম্মু-র একটি অনাথ আশ্রমই হয়ে উঠেছিল চঞ্চলার গত পাঁচ বছরের ঘর বাড়ি ৷ অন্যদিকে, চঞ্চলা মানসিকভাবে ভারসাম্যহীন হওয়ার জেরে সে মনে করতে পারছিল না তার বাড়ি কোথায় ৷ কেন সে এসেছিল কেদারনাথ ৷

আরও পড়ুন:  শহর-রাস্তা-স্টেশনের পর এবার বদলে যাচ্ছে দ্বীপের নামও !

advertisement

অবশেষে, কিছুদিন আগে আলিগঢ় কথাটি চঞ্চলার মুখে শুনতে পান আশ্রমের বেশ কয়েকজন ৷ সে চেষ্টা করছিল কিছু বলার ৷ এরপর তাকে জিজ্ঞাসাবাদ করেই চঞ্চলার বাড়ির হদিশ পান আশ্রমের আধিকারিকরা ৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

পাঁচ বছর পরে নিজের মেয়েকে বেঁচে ফিরতে দেখে কান্নায় ভেঙে পড়েন চঞ্চলার মা, দাদু, ঠাকুমা ৷ প্রসঙ্গত, নিজের স্বামীকে চোখের সামনে ভেসে যেতে দেখেছিলেন চঞ্চলার মাও ৷ মেয়েকেও খুঁজে পাননি ৷ অবশেষে, খালি হাতেই বাড়ি ফিরে আসেন তিনি ৷ মেয়েকে ফিরে পাওয়ার আশাও দেখেননি কোনওদিন ৷ তাই আচমকাই মেয়েকে কাছে পেয়ে চোখে জল ধরে রাখতে পারেননি তিনি ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
কেদারনাথের বন্যায় ভেসে গিয়েছিল বাবা, ৫ বছর পর নিজের মা-কে খুঁজে পেল কিশোরী