নিজের সর্বভারতীয় ভাবমূর্তি তৈরি করতে গত কয়েক মাস ধরে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বিজেপি বিরোধী নেতাদের সঙ্গে দেখা করেছেন কেসিআর৷ শুভ মুহূর্ত মেনে বেলা ১.১৯ মিনিটে নিজের সর্বভারতীয় দলের ঘোষণা করবেন কেসিআর৷ নতুন দলের নাম সম্ভবত হতে চলেছে ভারতীয় রাষ্ট্রীয় সমিতি৷
আরও পড়ুন: ‘দুঃখ হয়...' অষ্টমীর সন্ধ্যারতি শেষে কার কথা মনে পড়ল? মুখ খুললেন শোভনদেব চট্টোপাধ্যায়
advertisement
সর্বভারতীয় ক্ষেত্রে নিজেকে তুলে ধরার জন্য তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর বাসনা দীর্ঘদিনের৷ ২০১৮ সাল থেকেই তিনি যেমন একদিকে বিজেপি-র বিরোধিতা করে আসছেন, একই সঙ্গে কংগ্রেসও দেশকে শাসন করতে ব্যর্থ বলে অভিযোগ করেছেন৷ বিভিন্ন মঞ্চ থেকে নিজের সর্বভারতীয় দল ঘোষণার কথাও জানিয়েছেন তিনি৷
তেলেঙ্গানা বিজেপি-র মুখপাত্র এন ভি সুভাষের অভিযোগ, সর্বভারতীয় দল ঘোষণা করে আসলে নিজের সরকারের ব্যর্থতাগুলি আড়াল করতে চাইছেন কেসিআর৷ তিনি বলেন, 'নতুন দলের জন্য একশো কোটি টাকা দিয়ে একটি ১২ আসনের বিমান কেনা হয়েছে৷ সাধারণ মানুষের টাকার কীভাবে অপচয় করা হচ্ছে, এটাই তার প্রমাণ৷ এটা বিজেপি সহ্য করবে না৷'
আগামী ৪ নভেম্বর তেলেঙ্গানার মুনুগোড়ে লোকসভা উপনির্বাচন রয়েছে৷ সেখানেই প্রথম বার বিজেপি-র বিরুদ্ধে কেসিআর-এর নতুন দলের প্রথম বড় পরীক্ষা৷