TRENDING:

KCR Daughter Arrested: ভোটের মুখে ইডির হাতে গ্রেফতার তেলঙ্গানার নেতা, কেসিআর কন্যা কবিতা, আনা হচ্ছে দিল্লি

Last Updated:

KCR Daughter Arrested: ইডি শুক্রবারই কবিতার বাড়িতে হানা দেয়৷ বাসভবনে তল্লাশি করা হয়৷ সেই সময়ে কবিতার পাশাপাশি জিজ্ঞাসাবাদ করা হয় তাঁর স্বামী অনিল কুমারকেও৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: দিল্লি মদ কেলেঙ্কারিতে কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেফতার তেলঙ্গানার ভারত রাষ্ট্রীয় সমিতির প্রধান কেসিআর-এর কন্যা কবিতা৷ সূত্রের খবর, তাঁকে গ্রেফতার করে আজই দিল্লিতে নিয়ে আসা হয়েছে৷ উল্লেখ্য, এই সময়েই হায়দরাবাদে একটি নির্বাচনে প্রচারে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর উল্টো দিকে, আগামিকাল, অর্থাৎ শনিবারই ঘোষণা করা হবে নির্বাচনের নির্ঘণ্ট৷ তার আগেই এই ঘটনা যথেষ্ট উল্লেখযোগ্য বলে মনে করছেন অনেকে৷
advertisement

ইডি শুক্রবারই কবিতার বাড়িতে হানা দেয়৷ বাসভবনে তল্লাশি করা হয়৷ সেই সময়ে কবিতার পাশাপাশি জিজ্ঞাসাবাদ করা হয় তাঁর স্বামী অনিল কুমারকেও৷ সূত্রের খবর, তাঁর বাড়িতে অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়েই হাজির হয়েছিলেন ইডি অফিসারেরা৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ইডির সূত্রে জানা গিয়েছে, দিল্লিতে মদের বিষয়ে বিশেষ যে নীতি তৈরি করা হয়েছিল, সেই বিষয়েই এই গ্রেফতারি৷ এর আগেও একাধিক বার কবিতাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল ইডি৷ খবর মিলেছে, শুক্রবার কম করে ১০ ইডি অফিসার কবিতা ও তাঁর স্বামী অনিল কুমারের উপস্থিতিতে তল্লাশি চালান তাঁদের বাসভবনে৷ দিল্লি এক্সাইজ পলিসি – ২০২১-২২ -এর ক্ষেত্রে একটি দক্ষিণভারতীয় গোষ্ঠীর সঙ্গে কবিতার যোগ পাওয়ার অভিযোগ উঠেছে, যে খানে বলা হয়েছে, সেই গোষ্ঠী এই ক্ষেত্রে অনৈতিক ভাবে বড় একটি ভূমিকা গ্রহণের চেষ্টা চালাচ্ছিল৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
KCR Daughter Arrested: ভোটের মুখে ইডির হাতে গ্রেফতার তেলঙ্গানার নেতা, কেসিআর কন্যা কবিতা, আনা হচ্ছে দিল্লি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল