আগামিকাল কাঠুয়া হত্যাকাণ্ডের মামলার রায় দেবে সুপ্রিম কোর্ট ৷ আর তার ঠিক একদিন আগে আতঙ্কে সময় গুনছেন ফতিমা ৷ কী হবে দোষীদের ? তার আদরের মেয়েকে এভাবে দিনের পর দিন যারা অত্যাচার করেছে ৷ যাকে নির্মমভাবে ধর্ষণ করেছে তারা কি আদৌও শাস্তি পাবে কোনও ? নাকি এভাবেই তারা নির্দোষ প্রমাণিত হবে ? নিউজ ১৮-কে সাক্ষাৎকার দিতে দিতে এমনই বেশ কিছু প্রশ্ন বারবার নিজের মনেই আওড়াচ্ছিলেন তিনি ৷ আর কেঁপে কেঁপে উঠছিলেন ফতিমা আতঙ্কে ৷ কারণ সোমবার সুুপ্রিম কোর্টে যদি তারা নির্দোষ প্রমাণিত হয় ৷ তাহলে আর কোনওদিন নিজেদের গ্রামে নিজেদের বাড়ি ফিরতে পারবেন না ফতিমারা ৷
advertisement
কিন্তু কেন এমন ভয়ে শিউরে উঠছেন ফতিমা ? এই বিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘অভিযুক্তরা নির্দোষ প্রমাণিত হলে আমরা আমাদের গ্রাম রাসনায় ফিরতে পারব না ৷ আমাকে ওরা মেরে ফেলবে ৷’ এরপরই ফুঁপিয়ে কেঁদে ওঠেন ফতিমা ৷ বলেন, ‘আমার অত ছোট্ট মেয়েটা কি ক্ষতি করেছিল বলতে পারেন ? কেন এইটুকু বয়সে ওকে এত যন্ত্রনা সহ্য করতে হল ? ’ পাশাপাশি তার মেয়ের হয়ে যারা লড়ছেন তাদেরকেও তিনি ধন্যবাদ জানিয়েছেন ৷ একইসঙ্গে ফাস্ট ট্র্যাক আদালতে যাতে দোষীদের ফাঁসি সাজা চান ফতিমা ৷
মেয়ের ধর্ষণের ঘটনা যেদিন জানতে পেরেছেন ফতিমা ৷ তারপর থেকে আর দু’চোখের পাতা এক করতে পারেননি তিনি ৷ দোষীদের শাস্তির প্রার্থনা করে চলেছেন শুধু ৷ আগামিকালই সেই দিন ৷ দোষীদের শাস্তি ঘোষণার পরই নিশ্চিন্তে ঘুমোতে চায় ফতিমা ৷ ঘুমের মধ্যে মেয়ের কাছে যেতে চায় সে ৷