কাঠুয়া কাণ্ডে জম্মু-কাশ্মীরে জোট সরকারের শরিক ছিলেন মন্ত্রী লাল সিং এবং চন্দ্র প্রকাশ ৷ কাঠুয়া কাণ্ডে অভিযুক্তদের সমর্থনেই প্রতিবাদ জানিয়েছিলেন তারা ৷ সেই কারণেই ওই দুই বিজেপি বিধায়কের পদত্যাগের দাবিতে সরব হন মুখ্যমন্ত্রী মুফতি ৷ দুই মন্ত্রী ইস্তফা না দিলে সরকার ভেঙে দেওয়ারও হুমকি দেন তিনি ৷
অপরদিকে, কাঠুয়া-উন্নাও গণধর্ষণ হত্যাকান্ডে রাজধানীতে প্রতিবাদ মিছিলে হাঁটেন রাহুল গান্ধী ৷ কংগ্রেস সভাপতির কটাক্ষের আঁচ পেতেই মুখ খোলেন প্রধানমন্ত্রীও ৷ শুক্রবার রাতের এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘অপরাধীরা ছাড়া পাবেন না ৷ দেশের মেয়েরা বিচার পাবেই ৷’
advertisement
রাজ্য বিজেপি সূত্রে খবর, ওই দুই মন্ত্রী নিজেরাই ইস্তফা দিয়েছেন ৷ কিন্তু এই ইস্তফা দেওয়ার পরই বিজেপির অন্দরেই ক্ষোভ তৈরি হয়েছে ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 14, 2018 11:40 AM IST