TRENDING:

#Article 370 : ‘নেতাদের মুক্তি দিন নাহলে কাশ্মীরের নেতৃত্ব জঙ্গিদের হাতে চলে যাবে’, ট্যুইট রাহুলের

Last Updated:

বিজেপি বিরোধী নেতা নেত্রীর গ্রেফতারির তীব্র নিন্দা করে বলেন, পুরো ব্যাপারটিই অসাংবিধানিক ও অগণতান্ত্রিক ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: কাশ্মীরের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ও ওমর আবদুল্লা সহ বিজেপি বিরোধী নেতা নেত্রীদের মুক্তির দাবিতে আরও একবার সরব হলেন রাহুল গান্ধি ৷ ওয়াইনাডের সাংসদ ট্যুইট করে বলেন, অবিলম্বে গ্রেফতার হওয়া নেতাদের মুক্তি না দিলে দিশাহীন জনগণকে নেতৃত্বের দায়িত্ব চলে যাবে জঙ্গিদের হাতে ৷
advertisement

কাশ্মীর থেকে গ্রেফতার পিডিপি নেত্রী মেহবুবা মুফতি ও এনসি নেতা ওমর আবদুল্লা ৷ তাঁদের রাখা হয়েছে কোনও অজ্ঞাতস্থানের কোনও গেস্ট হাউসে ৷ রবিবারই সর্বদল বৈঠকের পর মেহবুবা মুফতি, ওমর আবদুল্লা ও সাজ্জাদ লোন সহ বিজেপি বিরোধী নেতাদের গৃহবন্দি করা হয় ৷ পিডিপি ও এনসি দলের অন্যান্য নেতানেত্রীদেরও গ্রেফতারের সম্ভাবনা ৷ ট্যুইট করে বিজেপি বিরোধী নেতা নেত্রীর গ্রেফতারির তীব্র নিন্দা করে বলেন, পুরো ব্যাপারটিই অসাংবিধানিক ও অগণতান্ত্রিক ৷

advertisement

সোমবার জম্মু-কাশ্মীরে ৩৭০ ও ৩৫এ ধারা বিলোপ ও জম্মু-কাশ্মীরকে ভেঙে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল করার কেন্দ্রীয় সিদ্ধান্তের পর থেকে মুখ খোলেননি রাহুল গান্ধি৷ আজ অর্থাত্‍‌ মঙ্গলবার ট্যুইটারে সরব হলেন ওয়াইনাডের সাংসদ৷ রাহুলের ট্যুইট, 'নির্বাচিত প্রতিনিধিদের জেলবন্দি করলে সংহতি বাড়ে না৷ দেশ মানুষ দিয়ে তৈরি, জমির প্লট দিয়ে নয়৷ ক্ষমতার অপব্যবহার করা হচ্ছে৷ জাতীয় সুরক্ষায় মারাত্মক প্রভাব পড়বে৷'

advertisement

অন্যদিকে, সংসদের সিলমোহর। সোমবার রাজ্যসভার পর মঙ্গলবার লোকসভাতেও পাস হয়ে গেল ৩৭০ ধারা বাতিলের প্রস্তাব এবং জম্মু-কাশ্মীর পুনর্গঠন বিল। এই বিলের পক্ষে ভোট দিয়েছেন ৩৬৬ জন সাংসদ। বিপক্ষে মাত্র ৬৬। এরপরই বিজেপির বিভিন্ন দফতরে উ‍ৎসবের মেজাজ। এই পুনর্গঠন বিল অনুযায়ী, রাজ্যের তকমা খোয়াচ্ছে জম্মু-কাশ্মীর। জম্মু-কাশ্মীর ভেঙে তৈরি হবে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল। জম্মু-কাশ্মীর এবং লাদাখ। দিল্লি মডেলে, কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীরে থাকবে বিধানসভা। লাদাখে বিধানসভা থাকবে না। ৩৭০ ধারা বাতিল হওয়ায় বিশেষ মর্যাদাও খোয়াল কাশ্মীর।

advertisement

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দেশ/
#Article 370 : ‘নেতাদের মুক্তি দিন নাহলে কাশ্মীরের নেতৃত্ব জঙ্গিদের হাতে চলে যাবে’, ট্যুইট রাহুলের