কাশ্মীর থেকে গ্রেফতার পিডিপি নেত্রী মেহবুবা মুফতি ও এনসি নেতা ওমর আবদুল্লা ৷ তাঁদের রাখা হয়েছে কোনও অজ্ঞাতস্থানের কোনও গেস্ট হাউসে ৷ রবিবারই সর্বদল বৈঠকের পর মেহবুবা মুফতি, ওমর আবদুল্লা ও সাজ্জাদ লোন সহ বিজেপি বিরোধী নেতাদের গৃহবন্দি করা হয় ৷ পিডিপি ও এনসি দলের অন্যান্য নেতানেত্রীদেরও গ্রেফতারের সম্ভাবনা ৷ ট্যুইট করে বিজেপি বিরোধী নেতা নেত্রীর গ্রেফতারির তীব্র নিন্দা করে বলেন, পুরো ব্যাপারটিই অসাংবিধানিক ও অগণতান্ত্রিক ৷
advertisement
সোমবার জম্মু-কাশ্মীরে ৩৭০ ও ৩৫এ ধারা বিলোপ ও জম্মু-কাশ্মীরকে ভেঙে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল করার কেন্দ্রীয় সিদ্ধান্তের পর থেকে মুখ খোলেননি রাহুল গান্ধি৷ আজ অর্থাত্ মঙ্গলবার ট্যুইটারে সরব হলেন ওয়াইনাডের সাংসদ৷ রাহুলের ট্যুইট, 'নির্বাচিত প্রতিনিধিদের জেলবন্দি করলে সংহতি বাড়ে না৷ দেশ মানুষ দিয়ে তৈরি, জমির প্লট দিয়ে নয়৷ ক্ষমতার অপব্যবহার করা হচ্ছে৷ জাতীয় সুরক্ষায় মারাত্মক প্রভাব পড়বে৷'
অন্যদিকে, সংসদের সিলমোহর। সোমবার রাজ্যসভার পর মঙ্গলবার লোকসভাতেও পাস হয়ে গেল ৩৭০ ধারা বাতিলের প্রস্তাব এবং জম্মু-কাশ্মীর পুনর্গঠন বিল। এই বিলের পক্ষে ভোট দিয়েছেন ৩৬৬ জন সাংসদ। বিপক্ষে মাত্র ৬৬। এরপরই বিজেপির বিভিন্ন দফতরে উৎসবের মেজাজ। এই পুনর্গঠন বিল অনুযায়ী, রাজ্যের তকমা খোয়াচ্ছে জম্মু-কাশ্মীর। জম্মু-কাশ্মীর ভেঙে তৈরি হবে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল। জম্মু-কাশ্মীর এবং লাদাখ। দিল্লি মডেলে, কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীরে থাকবে বিধানসভা। লাদাখে বিধানসভা থাকবে না। ৩৭০ ধারা বাতিল হওয়ায় বিশেষ মর্যাদাও খোয়াল কাশ্মীর।