তিনি জানান, ‘সব মানুষের মতো কাশ্মীরিদেরও স্বাধীনভাবে বাঁচার আধিকার রয়েছে ৷ তাঁদের মৌলিক অধিকার দেওয়া হোক ৷ ভয়হীন ও নিপীড়নমুক্ত ভাবে বেঁচে থাকার তাদেরও অধিকার রয়েছে ৷’ তাই, রাষ্ট্রপুঞ্জ, আন্তর্জাতিক সমাজ, ভারত ও পাকিস্তানের কাছে যত তাড়াতাড়ি সম্ভব একসঙ্গে কাজ করে কাশ্মীরীদের প্রতি অন্যায় অত্যাচার বন্ধ করার আবেদন জানিয়েছেন মালাল ৷
advertisement
বুরহান ওয়ানির মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়ায় কাশ্মীরজুড়ে। হিজবুল কমান্ডারের মৃত্যুর পর থেকেই কার্ফু জারি করা হয় উপত্যকায় ৷ মালাল জানান, এতদিন ধরে কার্ফু জারি থাকার কারণে এলাকার সমস্ত স্কুল-কলেজ বন্ধ রাখতে হয়েছে ৷ এর ফলে পড়ুয়ারা ক্লাসে যেতে পারছে না ৷ প্রসঙ্গত, পড়ার অধিকার নিয়ে সরব হওয়ায় মাথায় গুলি খেয়েছিলেন মালালা ৷
তিনি আরও জানান, ‘১৪ মিলিয়ান কাশ্মীরিদের পাশে আমি আছি ৷ কাশ্মীরের ভাই বোনেরা আমার হৃদয়ের অত্যন্ত কাছের ৷’