প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে বুধবার উচ্চপর্যায়ের বৈঠক শেষ হওয়ার পরেই বিদেশ মন্ত্রক থেকে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়। সিন্ধু জলচুক্তিও স্থগিত করা হয়েছে। পাকিস্তান সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ না করা পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে বলে ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। পাশাপাশি ওয়াঘা-আট্টারি সীমান্তও পুরোপুরি বন্ধ করে দেওয়া হচ্ছে।
advertisement
একনজরে কী কী বন্ধ হল:-
সিন্ধু জল চুক্তি স্থগিত – ভারত পাকিস্তানের সঙ্গে জল-বণ্টন চুক্তি স্থগিত করেছে।
ওয়াঘা-আটারি সীমান্ত বন্ধ – পঞ্জাব সীমান্তে দু’দেশের মধ্যে পারাপার সম্পূর্ণ বন্ধ করা হয়েছে।
পাকিস্তানি নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ – MEA সমস্ত পাকিস্তানি নাগরিকদের নির্দিষ্ট সময়ের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে।
কূটনৈতিক কর্মী সংখ্যা ৫০% কমানো – উভয় দেশ তাদের দূতাবাসের কর্মী সংখ্যা অর্ধেক করবে।
পাকিস্তানের সঙ্গে ব্যবসা-বাণিজ্য স্থগিত – পাকিস্তানের সঙ্গে সমস্ত দ্বিপাক্ষিক বাণিজ্য বন্ধ করা হয়েছে।
পহেলগাঁওয়ে নৃশংস হামলার জেরে পুরোপুরি শেষ হয়ে গেল ভারত-পাক সম্পর্ক! বুধবার বিদেশ সচিব বিক্রম মিসরি জানান, পাকিস্তানের সঙ্গে সিন্ধু চুক্তি বাতিল করা হল। সেই সঙ্গে বন্ধ করে দেওয়া হল আটারি সীমান্ত। পাকিস্তানিদের ভারতে প্রবেশও নিষিদ্ধ করল ভারত। পাশাপাশি পাকিস্তানে থাকা ভারতীয় ডেপুটি হাই কমিশনারকেও এবার দেশে ফেরানো হবে। ভারতে বর্তমানে যেসমস্ত পাকিস্তানিরা রয়েছেন, তাঁদের ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে হবে বলেও জানান বিদেশ সচিব।
পর্যটকদের উপর হামলার পরেই বৈঠকে বসে নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে এই বৈঠক চলে প্রায় আড়াই ঘণ্টা ধরে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ছিলেন এই বৈঠকে।