TRENDING:

Pahalgam Terror Attack: কেমন দেখতে ছিল জঙ্গিদের..কী ছিল তাদের নাম? পহেলগাঁও হামলার ৩ জঙ্গির স্কেচ প্রকাশ্যে আনল ভারত

Last Updated:

পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় প্রায় ৮-১০ জন সন্ত্রাসবাদী জড়িত থাকতে পারে। তাদের মধ্যে ৫-৭ জন হতে পারে পাকিস্তানের। স্থানীয় যে ক’জন ছিল, তারাও নিয়ন্ত্রণরেখআ পেরিয়ে ওপার থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছে বলে মনে করা হচ্ছে৷ মূলত স্থানীয় ওই যুবকদের সাহায্যেই হত্যালীলা চালানোর পরে জঙ্গিরা পাহাড়ের জঙ্গলে পালিয়ে যেতে পেরেছে বলে মনে করা হচ্ছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জম্মু ও কাশ্মীর: কয়েকজন মিশে ছিল পর্যটকদের ভিড়ের মধ্যে৷ আর বাকিরা জঙ্গল থেকে নেমে এসেছিল বৈসরন উপত্যকায়৷ ঘিরে ধরেছিল পর্যটকদের৷ তারপর একজন একজন করে প্রত্যেকের কাছে গিয়ে তাঁদের নাম জানতে চাওয়া হয়৷ তারপর বিশেষ ধর্মের লোকদের বাদ দিয়ে বেছে বেছে গুলি করা হয় পুরুষদের৷ পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে৷ এবার নিরাপত্তা এজেন্সির তরফে প্রকাশ করা হল পহেলগাঁওয়ের সম্ভাব্য জঙ্গিদের স্কেচ৷ জঙ্গিদের খোঁজের ইতিমধ্যেই জারি করা হয়েছে চিরুণি তল্লাশি৷ সেই তল্লাশি জোরদার করতেই স্কেচ প্রকাশ্যে এনে সাধারণ মানুষ এবং সকলের কাছে তাদের ছবি তুলে ধরা হল৷
প্রকাশ্যে এল প্রথম ছবি এবং প্রকাশ করা হল ৩ জঙ্গির স্কেচ৷
প্রকাশ্যে এল প্রথম ছবি এবং প্রকাশ করা হল ৩ জঙ্গির স্কেচ৷
advertisement

নিরাপত্তাকর্মীদের তরফে জানানো হয়েছে, যে তিনজনের স্কেচ প্রকাশ্যো আনা হয়েছে, জানা গিয়েছে তাঁদের নামও৷ সন্দেহভাজন তিন জঙ্গির নাম যথাক্রমে আসিফ ফৌজি, সুলেমান শাহ এবং আবু তালহা৷ যাঁরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, তাঁদের কাছ থেকে বিবরণ শুনেই এই ছবি আঁকা হয়েছে বলে জানা গিয়েছে৷

প্রত্যক্ষদর্শীদের বিবরণ এবং প্রাথমিক গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে স্কেচগুলি৷ তারপর তা ছড়িয়ে দেওয়া হয়েছে বিভিন্ন মিডিয়ায়৷

advertisement

পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় প্রায় ৮-১০ জন সন্ত্রাসবাদী জড়িত থাকতে পারে। তাদের মধ্যে ৫-৭ জন হতে পারে পাকিস্তানের। স্থানীয় যে ক’জন ছিল, তারাও নিয়ন্ত্রণরেখআ পেরিয়ে ওপার থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছে বলে মনে করা হচ্ছে৷ মূলত স্থানীয় ওই যুবকদের সাহায্যেই হত্যালীলা চালানোর পরে জঙ্গিরা পাহাড়ের জঙ্গলে পালিয়ে যেতে পেরেছে বলে মনে করা হচ্ছে৷

advertisement

আরও পড়ুন : অবশেষে মুখ খুলল পাকিস্তান…তা-ও পহেলগাঁওয়ে হামলার এতক্ষণ পর! কী বলল? জঙ্গিদের ৫-৭ জনই তো পাকিস্তানের

মঙ্গলবার বিকেলে কাশ্মীরের পহেলগাঁওয়ের কাছে বৈসরন উপত্যকায় সন্ত্রাসবাদীরা গুলি চালিয়ে ২৬ জনকে হত্যা করেছে৷ এঁদের বেশিরভাগই অন্যান্য রাজ্য থেকে কাশ্মীরে ছুটি কাটাতে গিয়েছিলেন। ২০১৯ সালে পুলওয়ামা হামলার পর এটি উপত্যকায় সবচেয়ে বড় হামলা। তা-ও অমরনাথ যাত্রা শুরুর কিছু দিন আগেই৷ পাক জঙ্গিগোষ্ঠী লশকর-ই-ত্যায়বার ছায়া সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ) মঙ্গলবার রাতে ঘটনার দায় স্বীকার করেছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চলছে মাস্টার্স কোর্স, কিন্তু ভবন নেই এখনও! পড়ুয়াদের দাবি স্থায়ী ক্যাম্পাস
আরও দেখুন

জঙ্গি হামলায় নিহত ২৬ জনের মধ্যে দুজন বিদেশি – সংযুক্ত আরব আমিরাত এবং নেপালের৷ বাকি দুজন স্থানীয়।

বাংলা খবর/ খবর/দেশ/
Pahalgam Terror Attack: কেমন দেখতে ছিল জঙ্গিদের..কী ছিল তাদের নাম? পহেলগাঁও হামলার ৩ জঙ্গির স্কেচ প্রকাশ্যে আনল ভারত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল