শ্রীনগর: কাশ্মীরে মর্মান্তিক দুর্ঘটনা। শনিবার রাতে জম্মু ও কাশ্মীরের বদগাম জেলায় ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল চার জনের। একটি ডাম্পার ট্রাকের সঙ্গে SUV-এর সংঘর্ষে ৪ জনের মৃত্যুর পাশাপাশি পাঁচজন আহত হয়েছেন বলেও খবর।
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাত সাড়ে দশটা নাগাদ বদগামের পালার এলাকায় একটি টাটা সুমো SUV এসে ট্রাকে তীব্র গতিতে ধাক্কা মারে। দুর্ঘটনার অভিঘাত এতটাই বেশি ছিল যে, গাড়িটি ঘটনাস্থলেই দুমড়ে-মুচড়ে যায়।
advertisement
দুর্ঘটনার পরপরই, নয়জন যাত্রীকে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে চারজনকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। বাকি পাঁচ আহত ব্যক্তি চিকিৎসাধীন। আহতরা মারওয়ার বাসিন্দা। কী কারণে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় শোক প্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 16, 2025 10:22 AM IST
