TRENDING:

Kashmir Terror Attack: 'উই ওয়ান্ট জাস্টিস...' জঙ্গি হামলার পর কাশ্মীরে মোমবাতি মিছিল পর্যটক এবং স্থানীয়দের

Last Updated:

Candlelight March After Pahalgam Terror Attack: কাশ্মীরে এখন রয়েছেন দেশ-বিদেশের পর্যটকেরা। এই ঘটনার পরে আতঙ্কে তাঁরা। পর্যটকদের সাহায্যের জন্য হেল্পলাইন নম্বর চালু করেছে অনন্তনাগ পুলিশ— ৯৫৯৬৭৭৭৬৬৯, ০১৯৩২২২৫৮৭০।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শ্রীনগর: অমরনাথ যাত্রার আগে কাশ্মীরে পর্যটকদের উপর জঙ্গি হানা । কাশ্মীরের বৈসরন উপত্যকায় জঙ্গিদের এলোপাথাড়ি গুলিতে মৃ্ত্যু হয়েছে অন্তত ২৬ জনের ৷ এলাকা ঘিরে জঙ্গিদের খোঁজে নিরাপত্তাবাহিনীর তল্লাশি শুরু করছে। মুখে ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান, জঙ্গি হামলার পর মঙ্গলবার রাতে মোমবাতি মিছিল করেন পর্যটক এবং স্থানীয়রা ৷ কাশ্মীরে এখন রয়েছেন দেশ-বিদেশের পর্যটকেরা। এই ঘটনার পরে আতঙ্কে রয়েছেন তাঁরা। পর্যটকদের সাহায্যের জন্য হেল্পলাইন নম্বর চালু করেছে অনন্তনাগ পুলিশ— ৯৫৯৬৭৭৭৬৬৯, ০১৯৩২২২৫৮৭০। হোয়াটসঅ্যাপ করতে হবে ৯৪১৯০৫১৯৪০। সেখানে ফোন করে যে কোনও ধরনের তথ্য, সাহায্য পেতে পারবেন পর্যটকেরা।
জঙ্গি হামলার পর কাশ্মীরে মোমবাতি মিছিল পর্যটক এবং স্থানীয়দের (Photo: ANI)
জঙ্গি হামলার পর কাশ্মীরে মোমবাতি মিছিল পর্যটক এবং স্থানীয়দের (Photo: ANI)
advertisement

আরও পড়ুন– উত্তর প্রদেশের এই শহরে আগামী দু’দিন পর্যন্ত আকাশে ঘুরবে হেলিকপ্টার, ঘরে ঘরে ছবি তোলা হবে ! জানুন কারণ

পহেলগাওঁয়ের হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ২৬ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে ৷ পহেলগাঁওয়ে হামলার পরেই মঙ্গলবার রাতে এলাকা জুড়ে চিরুনি তল্লাশি শুরু করেছে নিরাপত্তারক্ষী বাহিনী। জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিং।

advertisement

আরও পড়ুন– মাসিক বেতন ছিল ১৮ হাজার টাকা, আফজল এখন ৪ কোটি টাকার মালিক ! ভাগ্য ফেরাল Dream11

advertisement

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশে ইতিমধ্যেই কাশ্মীরে পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে প্রশাসন এবং পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। সূত্রের খবর, তদন্তকারীদের নজরে রয়েছে হামলার সময় এবং স্থান।

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

হামলার দু’ঘণ্টা পর কাশ্মীরের মসজিদগুলো থেকে একটি বার্তা দেওয়া হয়েছে। বলা হয়, ‘‘পহেলগাঁও হামলা ইসলাম এবং মানবতার বিরুদ্ধে। সন্ত্রাসবাদের কোনও ধর্ম নেই এবং এই হামলা কাশ্মীরের শান্তি এবং ঐক্যকে ধ্বংস করার ষড়যন্ত্র। কাশ্মীর আমাদের সবার ঘর এবং আমরা এটিকে সন্ত্রাসবাদীদের হাতে ছেড়ে দেব না।’’ কাশ্মীরের ধর্মগুরুরা পর্যটকদের প্রতি সংহতি দেখিয়েছেন এবং সরকারের কাছে সন্ত্রাসবাদীদের নির্মূল করার দাবি জানিয়েছেন। তারা বলেন, এমন কাপুরুষোচিত হামলা যারা করে তাদের ক্ষমা করা উচিত নয়।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Kashmir Terror Attack: 'উই ওয়ান্ট জাস্টিস...' জঙ্গি হামলার পর কাশ্মীরে মোমবাতি মিছিল পর্যটক এবং স্থানীয়দের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল