গৃহ পরিচারকদের সামাজিক নিরাপত্তা এবং উন্নতির লক্ষ্যে কর্ণাটক সরকার যে বিল আনতে চলেছে, এই রেট চার্ট তারই অংশ৷ এই নতুন বিলের লক্ষ্য গৃহ পরিচারকরা যাতে সামাজিক নিরাপত্তা, ন্যূনতম বেতন এবং সামাজিক উন্নয়নের সুবিধা পান, তা নিশ্চিত করা৷ মূলত রাজ্যের শহরাঞ্চলগুলির জন্যই এই আইন আনা হচ্ছে৷ এই আইন অনুমোদন পেলে ৫ শতাংশ সামাজিক উন্নয়ন ফি-ও কার্যকর করা হবে৷
advertisement
অন্যান্য অধিকাংশ রাজ্যের মতোই কর্ণাটকেও গৃহ পরিচারক বা পরিচারিকাদের জন্য নির্দিষ্ট পারিশ্রমিক নেই৷ কোন এলাকায় তাঁরা কাজ করছেন, তার উপরে নির্ভর করেই পারিশ্রমিক নির্ধারিত হয়৷ সরকারি আধিকারিকদের অভিযোগ, বহু ক্ষেত্রেই প্রাপ্য পারিশ্রমিকের থেকে অনেক কম টাকা পারিশ্রমিক পান পরিচারক-পরিচারিকারা৷
নতুন এই আইনে পরিচারক-পরিচারিকারা কত ঘণ্টা কাজ করছেন এবং ঘরের কী কী কাজ করছেন তার সঙ্গে সামঞ্জস্য রেখেই ন্যূনতম পারিশ্রমিক ঠিক করে দেবে রাজ্য সরকার৷ যেমন ঘর মোছার জন্য, বাসন মাজা, কাচাকাচির জন্য কত টাকা ন্যূনতম পারিশ্রমিক হবে, তা সরকারি রেট চার্টেই উল্লেখ করা থাকবে৷ আগামী দু সপ্তাহের মধ্যেই এই বিল কর্ণাটক মন্ত্রিসভায় পেশ করা হবে৷