TRENDING:

Domestic Help Rate Chart: ঘর মোছা, বাসন মাজার জন্য সরকারি রেট চার্ট, দিতে হবে ন্যূনতম বেতন! গৃহ পরিচারকদের জন্য আইন আনছে কোন রাজ্য?

Last Updated:

নতুন এই আইনে পরিচারক-পরিচারিকারা কত ঘণ্টা কাজ করছেন এবং ঘরের কী কী কাজ করছেন তার সঙ্গে সামঞ্জস্য রেখেই ন্যূনতম পারিশ্রমিক ঠিক করে দেবে রাজ্য সরকার৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাড়ির ঘর মোছা, ঝাঁট দেওয়া, জামাকাপড় কাচাকাচি করার জন্য পরিচারক বা পরিচারিকাদের পারিশ্রমিক কত হবে, তার জন্য থাকবে সরকারি রেট কার্ড! এমনই পরিকল্পনা করেছে কর্ণাটক সরকার৷ পরিচারক বা পরিচারিকারা ন্যায্য পারিশ্রমিক বা বেতন পাচ্ছেন কি না, তা নিশ্চিত করতে সরকারি নজরদারিও চলবে৷
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

গৃহ পরিচারকদের সামাজিক নিরাপত্তা এবং উন্নতির লক্ষ্যে কর্ণাটক সরকার যে বিল আনতে চলেছে, এই রেট চার্ট তারই অংশ৷ এই নতুন বিলের লক্ষ্য গৃহ পরিচারকরা যাতে সামাজিক নিরাপত্তা, ন্যূনতম বেতন এবং সামাজিক উন্নয়নের সুবিধা পান, তা নিশ্চিত করা৷ মূলত রাজ্যের শহরাঞ্চলগুলির জন্যই এই আইন আনা হচ্ছে৷ এই আইন অনুমোদন পেলে ৫ শতাংশ সামাজিক উন্নয়ন ফি-ও কার্যকর করা হবে৷

advertisement

অন্যান্য অধিকাংশ রাজ্যের মতোই কর্ণাটকেও গৃহ পরিচারক বা পরিচারিকাদের জন্য নির্দিষ্ট পারিশ্রমিক নেই৷ কোন এলাকায় তাঁরা কাজ করছেন, তার উপরে নির্ভর করেই পারিশ্রমিক নির্ধারিত হয়৷ সরকারি আধিকারিকদের অভিযোগ, বহু ক্ষেত্রেই প্রাপ্য পারিশ্রমিকের থেকে অনেক কম টাকা পারিশ্রমিক পান পরিচারক-পরিচারিকারা৷

নতুন এই আইনে পরিচারক-পরিচারিকারা কত ঘণ্টা কাজ করছেন এবং ঘরের কী কী কাজ করছেন তার সঙ্গে সামঞ্জস্য রেখেই ন্যূনতম পারিশ্রমিক ঠিক করে দেবে রাজ্য সরকার৷ যেমন ঘর মোছার জন্য, বাসন মাজা, কাচাকাচির জন্য কত টাকা ন্যূনতম পারিশ্রমিক হবে, তা সরকারি রেট চার্টেই উল্লেখ করা থাকবে৷ আগামী দু সপ্তাহের মধ্যেই এই বিল কর্ণাটক মন্ত্রিসভায় পেশ করা হবে৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Domestic Help Rate Chart: ঘর মোছা, বাসন মাজার জন্য সরকারি রেট চার্ট, দিতে হবে ন্যূনতম বেতন! গৃহ পরিচারকদের জন্য আইন আনছে কোন রাজ্য?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল