জনপ্রিয় এক সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, সুমা নামের ওই মহিলাকে আটকে থাকা অবস্থায় উদ্ধার করে পুলিশ৷ যদিও পুলিশের ধারনা বছর ৩০-এর ওই মহিলাকে কয়েকসপ্তাহ ধরে আটকে রাখা হয়েছে৷ কিন্তু ওই মহিলার দাবি, তাঁকে প্রায় ১২ বছর ধরে আটকে রেখেছে তাঁর স্বামী, সান্নিয়া৷
আরও পড়ুন: ‘মা-বাবা আমি JEE পারব না…’ কাগজে লেখা ৫ লাইন! ফের কোটায় আত্মঘাতী ১৮-র হবু ইঞ্জিনিয়ার
advertisement
সুমার আরও দাবি তাঁকে মুত্রত্যাগের জন্য দেওয়া হয়েছিল একটি ছোট্ট বক্স৷ মহিলার আরও দাবি, তাঁর সন্তানরা স্কুল থেকে বাড়ি ফিরে বাইরে অপেক্ষা করত৷ যতক্ষণ না মহিলার স্বামী ফিরছে৷ সুমার দাবি, তিনি বন্ধ থাকা অবস্থাতেই সন্তানদের খাওয়ার দিতেন জানলা দিয়ে৷ স্বামীর বিরুদ্ধে শুধু আটকে রাখা নয়, অত্যাচার করারও অভিযোগ এনেছেন মহিলা৷
সূত্রের খবর অনুযায়ী, সুমা তাঁর স্বামী সান্নাইয়ার তৃতীয় স্ত্রী৷ সুমা এবং সান্নাইয়া দুই সন্তান রয়েছে৷ যদিও স্বামীর কোনও লিখিত অভিযোগ আনেননি সুমা৷