আসলে দক্ষিণ কর্নাটকের বলাকা নামের ওই গ্রামে এখনো মোবাইল নেটওয়ার্ক ঠিকঠাক নয়। যার ফলে ওই গ্রাম ও তার আশেপাশে বসবাসকারী ছাত্র-ছাত্রীরা বেজায় অসুবিধার সম্মুখীন হচ্ছে। বেশিরভাগ সময়ই ওই এলাকার ছাত্র-ছাত্রীদের গ্রাম থেকে অনেকটা দূরে মোবাইল নেটওয়ার্ক পাওয়ার জন্য যেতে হয়। শীত-গ্রীষ্ম-বর্ষা এভাবেই অনলাইন ক্লাস চলছে সেখানে। গত কয়েকদিন ধরেই ওই এলাকায় ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। কিন্তু অনলাইন ক্লাস তো আর বন্ধ নেই। শিক্ষক শিক্ষিকারা ওই এলাকার ছাত্র-ছাত্রীদের অসুবিধা বুঝতে পারছেন না। এদিনও ওই ছাত্রীটি গ্রাম থেকে কিছুটা দূরে রাস্তার ধারে বসে অনলাইন ক্লাসে যোগ দিয়েছিল। আসলে ওই এলাকায় মোবাইল নেটওয়ার্ক ঠিকঠাক আসে না। ফলে গত কয়েক মাস ধরে এভাবে রাস্তার পাশে বসেই অনলাইন ক্লাসে যোগ দিচ্ছে মেয়েটি। এদিন ব্যাপক বৃষ্টিপাত হওয়ার জন্য মেয়েটির বাবা তার সঙ্গে যায়। যতক্ষণ মেয়ে অনলাইন ক্লাস করছিল তিনি তার মাথার উপর ছাতা ধরে দাঁড়িয়ে ছিলেন। এমন একটি মর্মস্পর্শী ছবি মানুষের মন গলিয়ে দিয়েছে। পড়াশোনার জন্য দেশের কিছু অংশে ছাত্র-ছাত্রীরা সত্যিই খুব কষ্ট করছে।
advertisement
ওই এলাকার ছাত্র-ছাত্রীদের কাছে এটা রোজনামচা হয়ে দাঁড়িয়েছে। এদিনের ভাইরাল ছবিটি তুলেছেন মহেশ পুচাপাড্ডি নামের এক সাংবাদিক। তাঁর সৌজন্যেই ছবিটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তিনি জানিয়েছেন, গুটিগার, বলাকা, কামিলার মতো প্রত্যন্ত এলাকাগুলিতে এখনও মোবাইল নেটওয়ার্ক নেই। ফলে সেইসব এলাকার ছাত্র-ছাত্রীদের নির্ধারিত সময়ে বাড়ি থেকে অনেকটা দূরে গিয়ে অনলাইন ক্লাসে যোগ দিতে হয়। কারণ অন্তত থ্রি-জি নেটওয়ার্ক না হলে অনলাইন ক্লাসে যোগ দেওয়া মুশকিল।