TRENDING:

কংগ্রেসের নির্বাচনী প্রচারে নেই এই তারকা

Last Updated:

আসন্ন কর্ণাটক বিধানসভা নির্বাচনের প্রচারে কোমর বেঁধে নামছে কংগ্রেস ৷ কংগ্রেস ভোট প্রচারে দেশের তাবড় তাবড় নেতার তালিকা তৈরি করেছে ৷ কিন্তু সেই তারকা তালিকায় নাম নেই প্রাক্তন কংগ্রেস সভাপতি সনিয়া গান্ধির ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বেঙ্গালুরু: আসন্ন কর্ণাটক বিধানসভা নির্বাচনের প্রচারে কোমর বেঁধে নামছে কংগ্রেস ৷ কংগ্রেস ভোট প্রচারে দেশের তাবড় তাবড় নেতার তালিকা তৈরি করেছে ৷ কিন্তু সেই তারকা তালিকায় নাম নেই প্রাক্তন কংগ্রেস সভাপতি সনিয়া গান্ধির ৷ জানা গেছে সনিয়ার শরীর ভাল নেই বলেই এই প্রচার কর্মীসূচি থেকে তাঁকে অব্য়াহতি দেওয়া হয়েছে ৷
advertisement

আরও পড়ুন :  আধারই গ্রাহক পরিচয়ের একমাত্র মানদণ্ড জানাল রিজার্ভ ব্যাঙ্ক

কংগ্রেসের তারকা প্রচার প্যানেলে আছেন অখিলেশ যাদব, শরদ পাওয়ার, তেজস্বী যাদব প্রমুখরা ৷ কংগ্রেস শরদ পাওয়ারকে দিয়ে বেশির ভাগ সভা করানোর পক্ষে ৷ বেঙ্গালুরুর সংলগ্ন অঞ্চলে যেহেতু বিহার ও উত্তরপ্রদেশের লোকজনের বসতি, কংগ্রেস নেতৃত্ব সেখানে তাই অখিলেশ যাদব ও তেজস্বী যাদবকে দিয়ে সভা করিয়ে সমর্থন আদায়ের চেষ্টা করবে ৷

advertisement

এছাড়াও কর্ণাটক বিধানসভা নির্বাচনের প্রচারে তারকা তালিকায় আছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং, সচিন পাইলট, নভজ্যোৎ সিং সিধু, শশী থারুর, চিত্র তারকা নগমা, খুশবু প্রমুখরা ৷

আরও পড়ুন :  দলের অন্দরে ইয়েচুরির প্রস্তাব মান্যতা পেল, জিতল বেঙ্গল লাইন

advertisement

২২৪ আসন বিশিষ্ট কর্ণাটক বিধানসভা নির্বাচন ১২ মে, ম্যাজিক ফিগার ১১৩ ৷ বর্তমানে কংগ্রেসের কাছে ১২২ টি আসন ও বিজেপির কাছে ৪২ টি আসন, জেডিএউএসের ঝুলিতে ৩৭ টি আসন আছে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

নিঃসন্দেহে বলাই যেতে পারে যেখানে কংগ্রেসের কাছে রাজত্ব ধরে রাখার লড়াই তো সেখানে বিজেপির কাছে আরও একটি রাজ্যে ক্ষমতা দখলের হাতছানি ৷ সব প্রশ্নের উত্তর মিলবে খুব তাড়াতাড়ি মাঝে অপেক্ষার আর মাত্র কয়েক দিন ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
কংগ্রেসের নির্বাচনী প্রচারে নেই এই তারকা