TRENDING:

Karnataka: অন্য ধর্মের যুবতীর সঙ্গে সফর করায় কোপানো হল ২৩ বছরের যুবককে!

Last Updated:

ভিন্ন ধর্মের ওই যুবতীর সঙ্গে সফর করার অভিযোগে ওই যুবককে বাস থেকে টেনে নামানো হয় । এরপর ওই যুবককে প্রচণ্ড মারধর করা হয় ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বেঙ্গালুরু: তাঁর ‘অপরাধ’ ছিল একটাই । বাসে অন্য ধর্মের এক যুবতী সহযাত্রীর সঙ্গে সফর করেছিলেন তিনি । আর সে কারণেই নিজের প্রাণ বাজি রাখতে হল ওই যুবককে । গত বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে কর্নাটকের উপকূল তীরবর্তী মেঙ্গালুরুতে ।
advertisement

মেঙ্গালুরুর পুলিশ কমিশনার শশী কুমার জানিয়েছেন, গতকাল মেঙ্গালুরু শহরের বাইরে রাত সাড়ে ৯টা নাগাদ ঘটনাটি ঘটেছে । ওই বাসে মৃত ওই যুবকের সঙ্গে ছিলেন তাঁর এক বান্ধবী । তাঁরা একই ক্লাসে পড়তেন । হঠাৎই বাসটিকে মাঝ-রাস্তায় দাঁড় করান ৭-৮জন ব্যক্তি । ভিন্ন ধর্মের ওই যুবতীর সঙ্গে সফর করার অভিযোগে ওই যুবককে বাস থেকে টেনে নামানো হয় । এরপর ওই যুবককে প্রচণ্ড মারধর করা হয় । ওই যুবতী কোনওরকমে ঘটনাস্থল থেকে পালিয়ে আসেন । তাঁকেও মারধর করা হয়েছিল ।

advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তদের মধ্যে ৪ জন বজরঙ্গ দলের সদস্য । সকলকেই গ্রেফতার করেছে পুলিশ । অভিযুক্তরা একটি গাড়ি করে এসেছিল । মাঝপথে বাসটি দাঁড় করিয়ে তারা ওই যুবক-যুবতীকে প্রচণ্ড মারধর শুরু করে । ধারালো অস্ত্র দিয়ে কোপান হয় যুবককে । এরপর ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । প্রাথমিক চিকিৎসার পর এখন তাঁর অবস্থা স্থিতিশীল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

জানা গিয়েছে, ওই যুবতী বেঙ্গালুরুতে যাচ্ছিলেন । কিন্তু সেখানে তিনি বিশেষ কিছু চেনেন না, সে কারণেই তাঁর সঙ্গে যাচ্ছিলেন ওই যুবক । তাঁরা একই ক্লাসের বন্ধু এবং একে অপরে বহুদিন ধরেই চেনেন । খুনের চেষ্টার মামলা রুজু হয়েছে ওই ৮ অভিযুক্তের বিরুদ্ধে । পুলিশ তদন্ত শুরু করেছে ।

বাংলা খবর/ খবর/দেশ/
Karnataka: অন্য ধর্মের যুবতীর সঙ্গে সফর করায় কোপানো হল ২৩ বছরের যুবককে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল