উত্তরপ্রদেশের কানপুরের মেহরবান সিং পূর্বা গ্রামের কাছে এই বিশেষ সেতুটি তৈরি হয়েছিল ১৯১৫ সালের কাছাকাছি সময়। ব্রিটিশের হাতে তৈরি এই সেতু আজও অবাক করে সকলকে। বর্তমানে সারা বিশ্বে উন্নত প্রযুক্তি সাহায্য সেতু নির্মাণ করা হয়। কিন্তু অনেক সময়ই দেখা যায়, তার স্থায়িত্ব কম। অল্পেই ক্ষতিগ্রস্ত হয় সেই সেতু। কিন্তু কানপুরের এই সেতুটি ইঞ্জিনিয়ারিংয়ের এক বিচিত্র দৃষ্টান্ত।
advertisement
আরও পড়ুন: পাশ থেকে দেখা যায়, অথচ সামনে থেকে নয়! চম্বল রিভার ফ্রন্টের ‘মিস্টার ইন্ডিয়া’ তাক লাগাচ্ছে!
এই সেতুর নিচ দিয়ে প্রবাহিত হত পান্ডু নদী। আজ অনেকাংশই শুকিয়ে গিয়েছে। কিন্তু সেতুর উপর দিয়ে প্রবাহিত খালটি আজও তেমনই রয়েছে। সেতুর থামগুলিও দেখার মতো।
একে তো গঠনশৈলী আকর্ষক, তার উপর সেতুর উপর দিয়ে প্রবাহিত খাল— সকলকে আকৃষ্ট করে। এছাড়াও রয়েছে এর নির্মাণ কৌশল। সিমেন্ট ও রিবার ছাড়াই তৈরি করা হয়েছিল এই সেতুটি ১০০ বছরেরও বেশি আগে।
আরও পড়ুন: নিউইয়র্ক মডেল অডিটোরিয়াম এখন বিহারে! বিশেষত্ব জানলে চমকে যাবেন
গ্রামীণ ইঞ্জিনিয়ারিং সার্ভিস বিভাগের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অরবিন্দ কুমার শুক্লা বলেন, এই সেতুটি প্রকৌশলের এক অনন্য উদাহরণ। যার মধ্যে নদী বয়ে চলেছে নিচে, আর সেই নদীর খালটি সেতুর উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশেই রয়েছে আরও একটি পথ, যেখান দিয়ে সাধারণ পথচারী যাতায়াত করতে পারেন। তিনিই জানান, সিমেন্ট ও রিবার না থাকলেও এই সেতুর গঠন কৌশল খুবই মজবুত। সেই সময় এর পরিবর্তে ইট, চুন ও গুড় দিয়ে সেতুটি তৈরি করা হয়েছিল।