দীপিকার জেএনইউতে যাওয়া নিয়ে একদিকে সোশ্যাল মিডিয়ায় প্রশংসার ঝড় ৷ নেটিজেনরা দীপিকাকে প্রায় মাথায় তুলে নিয়েছেন এই পদক্ষেপের পরে ৷ তবে দীপিকার জেএনইউতে যাওয়া নিয়ে মোটেই খুশি নন, দেশের গেরুয়া শিবির ৷ উল্টে দীপিকার আসন্ন ছবি ‘ছপ্পক’ বয়কটেরও ডাক দিয়েছেন অনেকে ৷ দীপিকার জেএনইউ যাওয়া নিয়ে বিভক্ত হয়েছে বলিউডও ৷
advertisement
দীপিকার জেএনইউতে যাওয়া নিয়ে অন্যরকম মন্তব্য করলেন কানহাইয়া কুমার ৷ কানহাইয়া কুমার সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ‘উনি এসেছিলেন? আমি দেখতে পাইনি, আমার সঙ্গে কোনওরকম কথাও হয়নি !’
তবে পরে ট্যুইট করে দীপিকা পাড়ুকোনকে ধন্যবাদ জানাতে ভোলেননি কানহাইয়া ৷ ট্যুইটারে কানহাইয়া লিখলেন, ‘পড়ুয়াদের পাশে থাকার জন্য ধনব্যদ ৷ জেএনইউতে আসার জন্য হয়তো তুমি ট্রোলড হবে, অসম্মানিত হবে, তবে ইতিহাস তোমায় মনে রাখবে ৷ তোমার সাহস, তোমার বিচক্ষণতার জন্য৷’
