TRENDING:

একই দিনে মুখ্যমন্ত্রীর পদে শপথ নেবেন কমলনাথ এবং গেহলট: সূত্র

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: রাজস্থানের নতুন মুখ্যমন্ত্রী অশোক গেহলট ৷ অন্যদিকে, মধ্যপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী কমলনাথ ৷ দুই মুখ্যমন্ত্রীই আগামী ১৭ ডিসেম্বর শপথ নিতে চলেছেন ৷
advertisement

শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, আগামী সোমবার সকাল ১০.৩০টা নাগাদ শপথ নেবেন কমলনাথ ৷ কমলনাথের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হওয়ার পরে দুপুর ১.৩০টার সময় শপথ নেবেন অশোক গেহলট ৷

তবে, ছত্তীসগড়ের মুখ্যমন্ত্রী কে হবে ? সেই নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি কংগ্রেস ৷ তবে, দলীয় সূত্রে খবর, খুব তাড়াতাড়িই বেছে নেওয়া হবে ছত্তীসগড়ের মুখ্যমন্ত্রীকে ৷ তবে, সোমবার তিন রাজ্যের মুখ্যমন্ত্রী একসঙ্গে শপথ নেবেন কি না সেই নিয়ে ধোঁয়াশা রয়েছে ৷

advertisement

দীর্ঘ ৩৬ ঘণ্টার বৈঠকের পর রাজস্থানের পরবর্তী মুখ্যমুন্ত্রী হিসেবে অশোক গেহলটকেই দায়িত্ব দিলেন রাহুল গান্ধি। আজ নয়াদিল্লির কংগ্রেসের কার্যালয়েই চূড়ান্ত হয়েছে গেহলটের নাম । আজকেও দফায় দফায় বৈঠক করেছে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। মুখ্যমন্ত্রীর পদে অশোক গেহলটের নাম চূড়ান্ত হওয়ার পরই শপথ গ্রহণের তোড়জোড় শুরু করে কংগ্রেস ৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

দলীয় সূত্রে খবর, দুই মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দলের সমস্ত শীর্ষস্থানীয় নেতারা ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
একই দিনে মুখ্যমন্ত্রীর পদে শপথ নেবেন কমলনাথ এবং গেহলট: সূত্র