TRENDING:

বিজেপি নেত্রী 'আইটেম'! ভোট প্রচারে বিতর্কিত মন্তব্য কমল নাথের

Last Updated:

ইমারতি দেবী নামে এই নেত্রী আগে কংগ্রেসেই ছিলেন৷ দল বদল করে বিজেপি-তে যোগ দিয়েছেন তিনি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ভোপাল: বিজেপি নেত্রী এবং মধ্যপ্রদেশের প্রাক্তন মন্ত্রী ইমারতি দেবীকে প্রকাশ্যেই 'আইটেম' বলে সম্বোধন করে বিতর্কে জড়ালেন কংগ্রেস নেতা এবং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ৷
advertisement

ইমারতি দেবী নামে এই নেত্রী আগে কংগ্রেসেই ছিলেন৷ দল বদল করে বিজেপি-তে যোগ দিয়েছেন তিনি৷ মধ্যপ্রদেশে ডাবরা কেন্দ্র থেকে বিজেপি-র প্রার্থীও হয়েছেন ইমারতি দেবী৷ ওই উপনির্বাচনের প্রচারে গিয়ে ইমারতি দেবীকে আক্রমণ করতে গিয়েই তাঁর উদ্দেশে এই অবমাননাকর মন্তব্য করেন কমল নাথ৷ জনতার উদ্দেশে তিনি বলেন, ইমারতি দেবীর মতো একজন 'আইটেম'-এর চরিত্র যে এরকম, তা আগে তাঁকে জানানো উচিত ছিল জনতার৷ একা কমল নাথ নন, আর এক কংগ্রেস নেতা অজয় সিংও ইমারতিকে দেবীকে 'জলেবি দেবী' বলে কটাক্ষ করেছেন৷

advertisement

স্বভাবতই কমল নাথের এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে বিজেপি৷ রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ট্যুইট করে বলেছেন, ইমারতি দেবীকে উদ্দেশে 'আইটেম'-এর মতো শব্দ প্রয়োগ করে আসলে নিজের সামন্ত্রতান্ত্রিক মনোভাবেরই পরিচয় দিয়েছেন কমল নাথ৷ একই সঙ্গে ইমারতি দেবীর প্রশংসা করে লিখেছেন, 'ইমারতি দেবী সেই গরিব চাষির কন্যার নাম যিনি মজদুর হিসেবে নিজের জীবন শুরু করে আজ জনসেবক হিসেবে রাষ্ট্র নির্মাণের কাজে যোগ দিচ্ছেন৷'় বেশ কয়েকটি নারীবাদী সংগঠনও কমল নাথের এই মন্তব্যের সমালোচনা করেছে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
টাকা খরচ করে রাজস্থান ছুটতে হবে না! বাংলায় বসেই দেখুন ঐতিহ্যবাহী শিশ মহল
আরও দেখুন

ইমারতি দেবী নামে প্রাক্তন এই কংগ্রেস নেত্রী অভিযোগ করেন, যে যে বিধায়ককে কমল নাথ মন্ত্রিসভায় জায়গা দিতে পারেননি, তাঁদের তিনি মাসে ৫ লক্ষ টাকা করে দিতেন যাতে তাঁরা অন্য দলে চলে না যান৷ যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী৷

বাংলা খবর/ খবর/দেশ/
বিজেপি নেত্রী 'আইটেম'! ভোট প্রচারে বিতর্কিত মন্তব্য কমল নাথের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল