এ বছর হবে না সতীপীঠ কামাক্ষ্যার প্রাচীন অম্বুবাচী মেলা । ১৭ শতাব্দী থেকে চলে আসা এই মেলার ইতিহাসে এই প্রথমবার এমন ঘটনা ঘটল। চলতি মাসের ২২ থেকে ২৬ তারিখ অম্বুবাচী মেলা হওয়ার কথা ছিল। কেন্দ্রীয় সরকার ধর্মীয় স্থান খোলার কথা বললেও সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলেছে । কিন্তু এই মেলায় যে পরিমাণ ভক্ত সমাগম হয় তাতে সেই নির্দেশিকা পালন প্রায় অসম্ভব বলেই মনে করছে মন্দির কর্তৃপক্ষ । তাই ৩০ জুন পর্যন্ত মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ । তবে প্রথা মেনে সমস্ত রীতি ও আচার পালন করা হবে ।
advertisement
৫১ পীঠের একটি শক্তি পীঠ হল নীলাচল পর্বতে অবস্থিত এই কামাক্ষ্যা মন্দির । কথিত আছে এখানে সতীর যোনি পড়েছিল । প্রতি বছর এই সময় ৪ দিনের জন্য বন্ধ থাকে মা কামাক্ষ্যার পুজো । বলা হয় এই সময় বার্ষিক ঋতুদর্শন হয় দেবী মায়ের । পঞ্চম দিনে ফের মন্দির খোলা হয় । এই সময় মায়ের আশীর্বাদ নিতে প্রতি বছর প্রায় ২৫ লাখ ভক্ত আসেন কামাক্ষ্যায়। সেই উপলক্ষ্যে বিশাল মেলা বসে । কিন্তু এ বছর বন্ধ হয়ে গেল সেই মেলাই ।