বিহারে এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে একাধিক মামলা দায়ের হয়েছে৷ এ দিনও বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে মামলাগুলি শুনানির জন্য ওঠে৷ শুনানির দ্বিতীয়ার্ধে বিহারের ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া পাঁচ জন ভোটারকে নির্দিষ্ট করে দায়ের হওয়া মামলার আইনজীবী গোপাল শঙ্করায়ন সওয়াল শুরু করেন৷
সিনিয়র আইনজীবী গোপাল শঙ্করায়ন জানান, তিনিও রাজ্য সরকারের হয়ে সওয়াল করছেন৷ তিনি আরও জানান, গত ৮ অগাস্ট নির্বাচন কমিশন রাজ্য সরকারকে চিঠি দিয়ে জানিয়েছে, বাংলাতেও এসআইআর হবে৷ রাজ্য সরকারের মতামত না নিয়ে কী করে কমিশন এই ধরনের একতরফা সিদ্ধান্ত নিল, তা নিয়েও প্রশ্ন তোলেন আইনজীবী গোপাল শঙ্করায়ন৷
advertisement
এর পরই সওয়াল করতে গিয়ে রাজ্য সরকারের আর এক আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বাংলায় গত তিন দিনে পরিস্থিতি অনেক বদল হয়েছে। গতকাল হাইকোর্টের বাইরে আত্মহত্যার চেষ্টা করেছিল। রাজ্যের বক্তব্য শোনা হোক।’ জবাবে বিচারপতি সূর্যকান্ত বলেন, ‘স্থানীয় ভাবে কিছু ইস্যু থাকতে পারে। তবে আমরা বৃহত্তর দিকটি নিয়ে শুনানি করছি। বাংলার বিষয় নিশ্চয় আমরা পরে শুনব।’
এ দিনের শুনানিতে অবশ্য সুপ্রিম কোর্ট অবশ্য মামলাকারীদের যুক্তি খণ্ডন করে জানিয়েছে, এসআইআর ভোটারদের স্বার্থ বিরোধী নয়৷