TRENDING:

Lok Sabha Election 2024: ২৩৮ টি বার ঘায়েল হয়েও নির্বাচনের ময়দানে! ১৯৮৮ থেকে শুরু করে সবরকম ভোটে লড়ছেন এই টায়ার ব্যবসায়ী

Last Updated:

Election King: বার বার হাসিঠাট্টার পাত্র হয়েছেন তিনি। কিন্তু হার মানেননি। দেখিয়ে দিতে চেয়েছেন সাধারণ মানুষের ক্ষমতার দৌড়। তবে তিনি কিন্তু জয়ের প্রত্যাশী নন। বলেছেন, ‘‘সকলেই নির্বাচনে জিততে চান। কিন্তু আমি চাই না। আমি হেরেই খুশি।’’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মেত্তুর : ২৩৮ টি বার ঘায়েল হয়েও তিনি থামেননি। এ বারও ভোটের ময়দানে লড়াই করবেন কে পদ্মরাজন। ৬৫ বছর বয়সি এই প্রৌঢ় এ বারও লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। টায়ার মেরামতি দোকানের এই মালিক গত ১৯৮৮ সাল থেকে তামিলনাড়ুতে নিজের শহর মেত্তুর থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বার বার হাসিঠাট্টার পাত্র হয়েছেন তিনি। কিন্তু হার মানেননি। দেখিয়ে দিতে চেয়েছেন সাধারণ মানুষের ক্ষমতার দৌড়।
জয়ের প্রত্যাশী নন কে পদ্মরাজন
জয়ের প্রত্যাশী নন কে পদ্মরাজন
advertisement

তবে তিনি কিন্তু জয়ের প্রত্যাশী নন। বলেছেন, ‘‘সকলেই নির্বাচনে জিততে চান। কিন্তু আমি চাই না। আমি হেরেই খুশি।’’ কারণ তিনি মনে করেন নির্বাচনে জয় নয়। যোগদানই আসল। আসন্ন লোকসভা নির্বাচনে তিনি তামিলনাড়ুর ধর্মপুরী জেলায় প্রতিদ্বন্দ্বিতা করবেন। পুরসভার ভোট থেকে শুরু করে একাধিক ধরনের নির্বাচনে অংশ নিয়েছেন তিনি। পরিচিত মহলে তিনি পরিচিত ‘নির্বাচনের রাজা’ নামে।

advertisement

কার প্রতিদ্বন্দ্বিতা করেননি তিনি? তিনি নরেন্দ্র মোদি, অটলবিহারী বাজপেয়ী, মনমোহন সিং, রাহুল গান্ধি-সকলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তাঁর কথায়, ‘‘জয় আমার কাছে সেকেন্ডারি। আমার বিপরীতে কে আছেন, সেটাও ভাবি না।’’ গত তিন দশকে তিনি কয়েক হাজার ডলার খরচ করেছেন মনোনয়নের অর্থ বাবদ। এখনও পর্যন্ত তাঁর সেরা পারফরম্যান্স ছিল ২০১১ সালে। সে বছর তিনি মেত্তুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। সে বার তিনি ৬২৩৭ ভোটে জয়ী হন। অথচ সে বার তিনি একটা ভোটও পাবেন বলে ভাবেননি।

advertisement

আরও পড়ুন : চলতি মাসেই তীব্র তাপপ্রবাহ এই রাজ্যগুলিতে! আসছে ভয়াবহ গরম ! জানুন বাংলার ওয়েদার কী হবে

টায়ার সারাইয়ের পাশাপাশি টুকটাক হোমিওপ্যাথি ডাক্তারি করেন। স্থানীয় একটা পত্রিকাও চালান। কিন্তু তাঁর কাছে সবথেকে পছন্দের কাজ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা। তিনি মনে করেন দ্বিধা সরিয়ে মনোনয়ন জমা দেওয়াই সেরা কাজ। সেদিক থেকেই তিনি আদর্শ। প্রতি নির্বাচন থেকে নিজের মনোনয়নপত্র এবং অন্যান্য পরিচয়পত্র যত্ন করে গুছিয়ে রেখে দিয়েছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অশান্ত বাংলাদেশ! ভোল বদলে গেল মুর্শিদাবাদের ভারত-বাংলাদেশ সীমান্তের চেহেরা
আরও দেখুন

নির্দল প্রার্থী হিসেবে কে পদ্মরাজন বিভিন্ন প্রতীক বেছে নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। মাছ, আংটি, টুপি, টেলিফোন তাঁর প্রতীক হয়েছে বিগত বছরগুলিতে। চলতি বছর তাঁর প্রতীক টায়ার। জয়লাভ নয়, তাঁর বিশ্বাস যোগদানে। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। বলছেন হার-না-মানা লড়াকু মনোভাবের কে পদ্মরাজন।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Lok Sabha Election 2024: ২৩৮ টি বার ঘায়েল হয়েও নির্বাচনের ময়দানে! ১৯৮৮ থেকে শুরু করে সবরকম ভোটে লড়ছেন এই টায়ার ব্যবসায়ী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল