TRENDING:

মুক্ত ‘নাবালক’ ধর্ষক, প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ নির্ভয়ার বাবা-মার

Last Updated:

মুক্তি পেল নির্ভয়াকাণ্ডে সাজাপ্রাপ্ত নাবালক ৷ দিল্লি হাইকোর্টের আদেশ মেনেই রবিবার বিকেলে সংশোধনাগার থেকে ছেড়ে দেওয়া হল নাবালককে ৷ বেশ কয়েকদিন ধরেই তার মুক্তি নিয়ে চলছিল জল্পনা ৷ চাপ বাড়ছিল প্রশাসনের উপরে। তবে আইন মানতে দোষীকে মুক্তি দিতে বাধ্য প্রশাসন। এই দোটানার মধ্যেই তাই নির্ভয়া কাণ্ডের অন্যতম দোষীকে গোপন স্থানে সরিয়ে নিল দিল্লি সরকার। এনজিও-র হাতে তুলে দেওয়া হয়েছে তাকে ৷ মুক্তি পেলেও এনজিও-র নজরদারিতেই থাকবে সে ৷ ফলে মুক্তি পেলেও বাড়ি ফিরতে পারছে না অপরাধী ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: মুক্তি পেল নির্ভয়াকাণ্ডে সাজাপ্রাপ্ত নাবালক ৷ দিল্লি হাইকোর্টের আদেশ মেনেই রবিবার বিকেলে সংশোধনাগার থেকে ছেড়ে দেওয়া হল নাবালককে ৷ বেশ কয়েকদিন ধরেই তার মুক্তি নিয়ে চলছিল জল্পনা ৷ চাপ বাড়ছিল প্রশাসনের উপরে। তবে আইন মানতে দোষীকে মুক্তি দিতে বাধ্য প্রশাসন। এই দোটানার মধ্যেই তাই নির্ভয়া কাণ্ডের অন্যতম দোষীকে গোপন স্থানে সরিয়ে নিল দিল্লি সরকার।  এনজিও-র হাতে তুলে দেওয়া হয়েছে তাকে ৷ মুক্তি পেলেও এনজিও-র নজরদারিতেই থাকবে সে ৷ ফলে মুক্তি পেলেও বাড়ি ফিরতে পারছে না অপরাধী ৷
advertisement

অন্যদিকে, এই অপরাধীর মুক্তির বিরোধিতায় সরব হয়েছে দেশের বিভিন্ন মহল ৷ নির্ভয়াকাণ্ডে নাবালকের শাস্তির দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন দিল্লি মহিলা কমিশন ৷ সোমবার সুপ্রিম কোর্টে আবেদনের শুনানি হবে বলে জানা গিয়েছে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এদিন সকাল থেকেই নাবালকের মুক্তি নিয়ে উত্তপ্ত ছিল রাজধানী ৷ ধর্ষক মুক্তি পেতে চলেছে জেনেই সরকারের বিরুদ্ধে সরব নির্ভয়ার বাবা-মা। রবিবার  প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ প্রতিবাদে মিছিলের ডাক দিয়েছিল নির্ভয়ার বাবা-মা ৷ মাত্র কয়েক ঘণ্টার মধ্যে সেই মিছিলে সামিল হতে জড়ো হন হাজার দশেক মানুষ। তবে আদালতের বিবেচনাধীন বিষয় বলে মিছিলের অনুমতি দেয়নি পুলিশ।  সুপ্রিম কোর্টে শুনানির আগে কোনও ঝুঁকি নিতে নারাজ প্রশাসন।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
মুক্ত ‘নাবালক’ ধর্ষক, প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ নির্ভয়ার বাবা-মার