TRENDING:

পেশ হল জুভেনাইল জাস্টিস বিল, সংসদে আবেগতাড়িত ডেরেক

Last Updated:

মঙ্গলবার রাজ্যসভায় পেশ করা হল জুভেনাইল জাস্টিস বিল ৷ নির্ভয়ার বাবা-মার উপস্থিতিতেই রাজ্যসভায় পেশ করা হয় এই বিল ৷ ৷ নতুন এই বিলে নাবালক অপরাধীদের শাস্তির আইনে বদল আনার কথা বলা হয়েছে ৷ নতুন বিল অনুসারে, যদি কোনও নাবালক ১৬ থেকে ১৮ বছরের মধ্যে ধর্ষণ বা খুনের মতো জঘন্য অপরাধ করে থাকে তাহলে তাকে প্রাপ্ত বয়স্ক হিসেবে বিচার করা হবে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: মঙ্গলবার রাজ্যসভায় পেশ করা হল জুভেনাইল জাস্টিস বিল ৷ নির্ভয়ার বাবা-মার উপস্থিতিতেই রাজ্যসভায় পেশ করা হয় এই বিল ৷ ৷ নতুন এই বিলে নাবালক অপরাধীদের শাস্তির আইনে বদল আনার কথা বলা হয়েছে ৷ নতুন বিল অনুসারে, যদি কোনও নাবালক ১৬ থেকে ১৮ বছরের মধ্যে ধর্ষণ বা খুনের মতো জঘন্য অপরাধ করে থাকে তাহলে তাকে প্রাপ্ত বয়স্ক হিসেবে বিচার করা হবে ৷ এদিন রাজ্যসভায় জুভেনাইল বিলকে সমর্থন জানিয়ে ডেরেক বলেন, ‘ভারতবাসী চাইছে এই বিল পাস হোক ৷ তাই  এই বিল ফেলে রাখা ঠিক হবে না ৷’  আবেগতাড়িত ডেরেক আরও বলেন যে তাঁর মেয়ের সঙ্গে একরম ঘটনা ঘটলে তিনি নিজে অপরাধীদের গুলি করে শাস্তি দিতেন ৷ তবে জুভেনাইল জাস্টিস বিলে তৃণমূলের সায় থাকলেও, বিলে ৩টি সংশোধন আনতে হবে বলে জানান ডেরেক ৷
advertisement

নির্ভয়াকাণ্ডে অপরাধী নাবালকের মুক্তির পর থেকেই দেশের বিভিন্ন মহলে বিতর্কের ঝড় উঠেছিল ৷ চলতি বছরে লোকসভায় পাশ হলেও রাজ্যসভায় পাশ হয়নি জুভেনাইল জাস্টিস বিল ৷ সেই সময় সংসদীয় কমিটিতে ফেরত পাঠিয়েছিল কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস ৷ তবে এবার এই দুই দলই বিলটিতে সমর্থন করবে বলে জানিয়েছে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এদিন অধিবেশনে বিল নিয়ে মন্তব্য শুরু করলেন মানেকা গান্ধি ৷ তারপর একে একে বিভিন্ন দলের সাংসদরা নিজেদের মতামত প্রকাশ করেন ৷ সিলেক্ট কমিটিতে বিল পাঠানোর প্রস্তাব প্রত্যাহার করে নিয়েছে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস ৷ তাই এদিন জুভেনাইল জাস্টিস বিল পাস হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
পেশ হল জুভেনাইল জাস্টিস বিল, সংসদে আবেগতাড়িত ডেরেক