নির্ভয়াকাণ্ডে অপরাধী নাবালকের মুক্তির পর থেকেই দেশের বিভিন্ন মহলে বিতর্কের ঝড় উঠেছিল ৷ চলতি বছরে লোকসভায় পাশ হলেও রাজ্যসভায় পাশ হয়নি জুভেনাইল জাস্টিস বিল ৷ সেই সময় সংসদীয় কমিটিতে ফেরত পাঠিয়েছিল কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস ৷ তবে এবার এই দুই দলই বিলটিতে সমর্থন করবে বলে জানিয়েছে ৷
এদিন অধিবেশনে বিল নিয়ে মন্তব্য শুরু করলেন মানেকা গান্ধি ৷ তারপর একে একে বিভিন্ন দলের সাংসদরা নিজেদের মতামত প্রকাশ করেন ৷ সিলেক্ট কমিটিতে বিল পাঠানোর প্রস্তাব প্রত্যাহার করে নিয়েছে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস ৷ তাই এদিন জুভেনাইল জাস্টিস বিল পাস হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে ৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 22, 2015 4:22 PM IST