আরও পড়ুন: EXCLUSIVE: প্রাক্তন সিবিআই কর্তা অলোক ভার্মার অপসারণে মোদিকে একহাত রাহুলের
সূত্রের খবর, বিচারপতি সিকরিকে লন্ডনে কমনওয়েল্থ সেক্রেটারিয়েট আরবিট্রাল ট্রাইবুনাল (CSAT)-এ প্রেসিডেন্ট পদের অফার দিয়েছিল কেন্দ্র৷ তা নিয়ে বিস্তর সমালোচনার ঝড়ও উঠেছে বিরোধী মহলে৷ বিচারপতি সেই প্রস্তাব নাকচ করে দিয়েছেন৷ একই সঙ্গে সিবিআই প্রধানকে অপসারণের সঙ্গে এই প্রস্তাবের কোনও সম্পর্ক নেই বলেও দাবি তাঁর৷ তিনি জানিয়েছেন, সরকার তাঁকে এই প্রস্তাব দিয়েছিল ২০১৮-র ডিসেম্বরে৷ অলোক ভার্মাকে অপসারম করা হয়েছে ২০১৯ সালের জানুয়ারিতে৷
advertisement
রবিবারই কেন্দ্রীয় আইনমন্ত্রককে বিচারপতি সিকরি জানিয়ে দিয়েছেন, তাঁকে দেওয়া অফার তুলে নেওয়া হোক৷ অবসরের পর তিনি আর কোনও রেগুলার অ্যাসাইনমেন্ট করতে চান না৷ বিচারপতি সিকরির ঘনিষ্ঠ এক ব্যক্তি News18-কে জানিয়েছেন, বিচারপতি বিতর্ক থেকে দূরে থাকতে চাইছেন৷ তাই তিনি ওই অফার নাকচ করেছেন৷
গত বৃহস্পতিবার ৩ সদস্যের হাইপাওয়ারড প্যানেল সিবিআই প্রধান অলোক ভার্মাকে অপসারণের সিদ্ধান্ত নেয়৷ ওই প্যানেলে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কংগ্রেসের প্রবীণ নেতা মল্লিকার্জুন খারগে৷ মল্লিকার্জুন ছাড়া বাকি দুই সদস্যই অলোক ভার্মার অপসারণের পক্ষে ভোট দেয়৷
আরও দেখুন: সিবিআই চিফ থেকে সোজা দমকলের ডিজি, অলোক ভার্মার পদত্যাগ