ঘটনাটি অবশ্য মাসখানেক আগের ৷ করোনা আক্রান্তের সংখ্যা দেশে বাড়তে থাকায় আপাতত ভারতে বিমান চলাচল বন্ধ রেখেছে দুবাইয়ের রাষ্ট্রায়ত্ত্ব বিমানসংস্থা এমিরেটস ৷ গত ২৫ এপ্রিল মাত্র একজন যাত্রী নিয়েই দুবাই রওনা হয় এমিরেটসের EK 501 বিমানটি ৷ ভোর সাড়ে ৪টের ওই ফ্লাইটে মাত্র একজন যাত্রীকে দেখে পাইলটও মজা করে ঘোষণা করেন , ‘‘ যেহেতু আপনিই একমাত্র যাত্রী ৷ তাই এই ৭৭৭ শুধুমাত্র আপনার জন্যই!!’’
advertisement
বলা বাহুল্য ওই বিমানে ক্রু মেম্বারের সংখ্যা ওইদিন যাত্রীর থেকে বেশি ছিল ৷ গোটা বিমানে একাই আড়াই ঘণ্টার মুম্বই থেকে দুবাই পর্যন্ত সফর করেন ওই যাত্রী ৷ আগামী ১৪ জুন পর্যন্ত ভারতে বিমান চলাচল বন্ধ রেখেছে এমিরেটস ৷ পাশাপাশি ভারতে গত ১৪ দিনের মধ্যে ট্রাভেল করেছেন, এমন কোনও যাত্রীকেই আপাতত সংযুক্ত আমিরশাহিতে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে না ৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 25, 2021 6:33 PM IST