TRENDING:

Emirates: বোয়িং ৭৭৭-এর মতো বিশাল বিমানে যাত্রী মাত্র এক জন ! মুম্বই-দুবাই উড়ানের ঘটনায় অবাক সকলেই !

Last Updated:

মাত্র এক জন যাত্রী নিয়েই এমিরেটসের একটি বিমান সম্প্রতি মুম্বই থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেয় ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: বোয়িং-৭৭৭-এর মতো বিশাল বিমান ৷ বসতে পারেন ৩৫০-রও বেশি যাত্রী ৷ কিন্তু কোভিড পরিস্থিতিতে আর যাত্রী হচ্ছে কোথায় ৷ মাত্র এক জন যাত্রী নিয়েই এমিরেটসের একটি বিমান সম্প্রতি মুম্বই থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেয় ৷
advertisement

ঘটনাটি অবশ্য মাসখানেক আগের ৷ করোনা আক্রান্তের সংখ্যা দেশে বাড়তে থাকায় আপাতত ভারতে বিমান চলাচল বন্ধ রেখেছে দুবাইয়ের রাষ্ট্রায়ত্ত্ব বিমানসংস্থা এমিরেটস ৷ গত ২৫ এপ্রিল মাত্র একজন যাত্রী নিয়েই দুবাই রওনা হয় এমিরেটসের EK 501 বিমানটি ৷ ভোর সাড়ে ৪টের ওই ফ্লাইটে মাত্র একজন যাত্রীকে দেখে পাইলটও মজা করে ঘোষণা করেন , ‘‘ যেহেতু আপনিই একমাত্র যাত্রী ৷ তাই এই ৭৭৭ শুধুমাত্র আপনার জন্যই!!’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বলা বাহুল্য ওই বিমানে ক্রু মেম্বারের সংখ্যা ওইদিন যাত্রীর থেকে বেশি ছিল ৷ গোটা বিমানে একাই আড়াই ঘণ্টার মুম্বই থেকে দুবাই পর্যন্ত সফর করেন ওই যাত্রী ৷ আগামী ১৪ জুন পর্যন্ত ভারতে বিমান চলাচল বন্ধ রেখেছে এমিরেটস ৷ পাশাপাশি ভারতে গত ১৪ দিনের মধ্যে ট্রাভেল করেছেন, এমন কোনও যাত্রীকেই আপাতত সংযুক্ত আমিরশাহিতে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে না ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Emirates: বোয়িং ৭৭৭-এর মতো বিশাল বিমানে যাত্রী মাত্র এক জন ! মুম্বই-দুবাই উড়ানের ঘটনায় অবাক সকলেই !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল