TRENDING:

অ্যাসবেসটস নেই, ক্লিনচিট পেল জনসন অ্যান্ড জনসন বেবি পাউডার

Last Updated:

ইতিমধ্যেই ভারতের বাড্ডি ও মুলুন্দের কারখানায় পাউডার উৎপাদন শুরু করে দিয়েছে তারা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: বেবি পাউডারে অ্যাসবেসটস পাওয়া যায়নি৷ ভারত সরকারের ক্লিনচিট মেলার পরই ফের পাউডার তৈরি শুরু করবে জনসন অ্যান্ড জনসন৷ সংস্থার পক্ষ থেকে জানানো হল বৃহস্পতিবার৷
advertisement

রয়টার্সকে দেওয়া বিবৃতিতে জনসন অ্যান্ড জনসন জানিয়েছে, ইতিমধ্যেই ভারতের বাড্ডি ও মুলুন্দের কারখানায় পাউডার উৎপাদন শুরু করে দিয়েছে তারা৷

গত ডিসেম্বর মাসে রয়টার্সের রিপোর্টের ভিত্তিতেই জনসন অ্যান্ড জনসন বেবি পাউডারে অ্যাসবেসটস থাকার অভিযোগে তদন্ত শুরু হয়৷ সংস্থার পক্ষ থেকে রয়টার্সের দাবি একচোখা, ভুল ও অতিরঞ্জিত বলে দাবি করা হয়৷

ডিসেম্বর মাসেই জনসন অ্যান্ড জনসনকে তদন্ত চলাকালীন বেশি মাত্রায় বেবি পাউডার উৎপাদন না করার নির্দেশ দেয় নিয়ামক সংস্থা৷ এই সময়ের মধ্যেই সিঙ্গাপুর, তাইল্যান্ড, সৌদি আরব, জর্ডন, কুয়েত ও মিশরেও একই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে জনসন অ্যান্ড জনসন৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
অ্যাসবেসটস নেই, ক্লিনচিট পেল জনসন অ্যান্ড জনসন বেবি পাউডার