রয়টার্সকে দেওয়া বিবৃতিতে জনসন অ্যান্ড জনসন জানিয়েছে, ইতিমধ্যেই ভারতের বাড্ডি ও মুলুন্দের কারখানায় পাউডার উৎপাদন শুরু করে দিয়েছে তারা৷
গত ডিসেম্বর মাসে রয়টার্সের রিপোর্টের ভিত্তিতেই জনসন অ্যান্ড জনসন বেবি পাউডারে অ্যাসবেসটস থাকার অভিযোগে তদন্ত শুরু হয়৷ সংস্থার পক্ষ থেকে রয়টার্সের দাবি একচোখা, ভুল ও অতিরঞ্জিত বলে দাবি করা হয়৷
ডিসেম্বর মাসেই জনসন অ্যান্ড জনসনকে তদন্ত চলাকালীন বেশি মাত্রায় বেবি পাউডার উৎপাদন না করার নির্দেশ দেয় নিয়ামক সংস্থা৷ এই সময়ের মধ্যেই সিঙ্গাপুর, তাইল্যান্ড, সৌদি আরব, জর্ডন, কুয়েত ও মিশরেও একই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে জনসন অ্যান্ড জনসন৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 01, 2019 10:05 AM IST