TRENDING:

আপনার প্রিয় বেবি পাউডারে হতে পারে ক্যান্সার

Last Updated:

জনসন অ্যান্ড জনসন কোম্পানি জরিমানার মুখোমুখি ৷ জনসন অ্যান্ড জনসন কোম্পানিকে ৭২ মিলিয়ন ডলার জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছে আমেরিকার মিসৌরি স্টেট জুরি কোর্ট ৷ এই কোম্পানির ট্যালকম পাউডার এবং শাওয়ার টু শাওয়ার প্রোডাক্ট ব্যবহার করে এক মহিলার ওভারিয়ান ক্যান্সারে আক্রান্ত হওয়ার অভিযোগ উঠেছে ৷ সারা বিশ্বে বাচ্চাদের জন্য সবথেকে বিশ্বস্ত প্রোডাক্ট হিসেবে জনপ্রিয় জনসন অ্যান্ড জনসন বিরুদ্ধে এহেন মারাত্মক অভিযোগ ওঠায় আতঙ্ক ছড়িয়েছে ব্যবহারকারীদের মধ্যে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মিসৌরি: জনসন অ্যান্ড জনসন কোম্পানি জরিমানার মুখোমুখি ৷ জনসন অ্যান্ড জনসন কোম্পানিকে ৭২ মিলিয়ন ডলার জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছে আমেরিকার মিসৌরি স্টেট জুরি কোর্ট ৷ এই কোম্পানির ট্যালকম পাউডার এবং শাওয়ার টু শাওয়ার প্রোডাক্ট ব্যবহার করে এক মহিলার ওভারিয়ান ক্যান্সারে আক্রান্ত হওয়ার অভিযোগ উঠেছে ৷ সারা বিশ্বে বাচ্চাদের জন্য সবথেকে বিশ্বস্ত প্রোডাক্ট হিসেবে জনপ্রিয় জনসন অ্যান্ড জনসন বিরুদ্ধে এহেন মারাত্মক অভিযোগ ওঠায় আতঙ্ক ছড়িয়েছে ব্যবহারকারীদের মধ্যে ৷
advertisement

আমেরিকার আলাবামার বিরমিংহ্যাম এলাকার বাসিন্দা জ্যাকলিন ফক্স প্রায় এক দশকেরও বেশি সময় ধরে গোপানাঙ্গের পরিচ্ছন্নতার জন্য জনসন অ্যান্ড জনসন-এর শাওয়ার টু শাওয়ার এবং ট্যালকম পাউডার ব্যবহার করছিলেন ৷ হঠাৎই বছর তিনেক আগে তাঁর ওভারিয়ান ক্যান্সার ধরা পড়ে ৷ পরীক্ষায় প্রমাণিত হয়েছে, জনসন অ্যান্ড জনসন কোম্পানির ট্যালকম পাউডার ব্যবহারের জন্যই ক্যান্সার হয় তাঁর ৷ এরপরই কোম্পানির বিরুদ্ধে কেস করেন জ্যাকলিন ৷ সোমবার রাতে সেই মামলার শুনানির রায় ঘোষণা করল মিসৌরি স্টেট জুরি কোর্ট ৷ জনসন অ্যান্ড জনসনকে ১০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ হিসেবে এবং আরও ৬২ মিলিয়ন ডলার শাস্তিমূলক জরিমানা হিসেবে দেওয়ার নির্দেশ দেয় আদালত ৷ তবে এই শেষ অবধি এই রায় শুনে যেতে পারেননি জ্যাকলিন ফক্স ৷ গত বছরের অক্টোবরে ৬২ বছর বয়সী এই প্রৌঢ়ার মৃত্যু হয় ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

জনসন অ্যান্ড জনসনের বিরুদ্ধে এটিই একমাত্র কেস নয় ৷ প্রোডাক্টের খারাপ গুণগতমানের অভিযোগ নিয়ে আরও হাজার কেস ঝুলে রয়েছে মিসৌরি স্টেট কোর্টে ৷ নিউ জার্সি কোর্টে জনসনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার সংখ্যা ২০০ ৷ কোম্পানির বিরুদ্ধে অভিযোগ, বিক্রি বাড়াতে জনসন ক্রেতাদের ট্যালকম পাউডারের ক্ষতিকারক দিকগুলি উল্লেখ করে না ৷ ১৯৮০ থেকে বিভিন্ন পরীক্ষায় এটা প্রমাণিত জনসনের ট্যালকম পাউডার থেকে ক্যান্সার হওয়ার আশঙ্কা বাড়ে ৷ এই তথ্যটি জানা সত্ত্বেও কোম্পানি কোনও ব্যবস্থা নেয়নি ৷ তাই রেগুলেটরি এজেন্সি এবং ক্রেতাদের মিথ্যে বলার অভিযোগ উঠেছে কোম্পানির বিরুদ্ধে ৷ যদিও জনসন অ্যান্ড জনসনের মুখপাত্র ক্যারোল গুডরিচ জানিয়েছেন, এই রায়ে তারা হতাশ ৷ ক্রেতাদের স্বাস্থ্য এবং সুরক্ষাকেই তারা অগ্রাধিকার দেন ৷ মৃতের পরিবারের প্রতি পূর্ণ সমবেদনা জানিয়ে ক্যারোল বলেছেন, জনসনের ট্যালকম পাউডারের গুণগত মানে সম্পূর্ণ আস্থা আছে ৷ সমস্ত বৈজ্ঞানিক পরীক্ষায় তা উত্তীর্ণ ৷ তবুও এ ঘটনায় বিশ্ব জুড়ে ক্রেতাদের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
আপনার প্রিয় বেবি পাউডারে হতে পারে ক্যান্সার