TRENDING:

JNU Election Result 2025: JNU ছাত্র সংসদে বামেদের বড় জয়, সভাপতি পদে বসলেন দাপুটে নেত্রী অদিতি মিশ্র!

Last Updated:

JNU Election Result 2025: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (JNU) ছাত্র সংসদ নির্বাচনে ফের একবার জয়ের ধারা বজায় রাখল বাম জোট। চারটি কেন্দ্রীয় পদেই জয়ী হয়েছে তারা। প্রেসিডেন্ট, ভাইস-প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি ও জয়েন্ট সেক্রেটারি— চারটি পদই দখল করল বামপন্থী ছাত্র সংগঠনের জোট।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লিঃ জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (JNU) ছাত্র সংসদ নির্বাচনে ফের একবার জয়ের ধারা বজায় রাখল বাম জোট। চারটি কেন্দ্রীয় পদেই জয়ী হয়েছে তারা। প্রেসিডেন্ট, ভাইস-প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি ও জয়েন্ট সেক্রেটারি— চারটি পদই দখল করল বামপন্থী ছাত্র সংগঠনের জোট।
News18
News18
advertisement

প্রেসিডেন্ট পদে জয়ী হয়েছেন লেফট ইউনিটির প্রার্থী অদিতি মিশ্র (Aditi Mishra)। ভাইস-প্রেসিডেন্ট পদে জয় পেয়েছেন কে. গোপিকা বাবু (K. Gopika Babu), জেনারেল সেক্রেটারি পদে সুনীল যাদব (Sunil Yadav) এবং জয়েন্ট সেক্রেটারি পদে দানিশ আলি (Danish Ali)।

সভাপতি অদিতি মিশ্র (Aditi Mishra)

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (JNU) ছাত্র সংসদ নির্বাচনে ইতিহাস গড়লেন উত্তরপ্রদেশের বারাণসীর বাসিন্দা অদিতি মিশ্র (Aditi Mishra)। লেফট ইউনিটির প্রার্থী হিসেবে জয়ী হয়ে তিনি হয়েছেন JNU-র নতুন সভাপতি।

বিহার থেকে স্কুলজীবন শেষ করে অদিতি বারাণসী হিন্দু বিশ্ববিদ্যালয় (BHU) থেকে অর্থনীতি (Economics)-এ স্নাতক ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি JNU-র Centre for Comparative Politics and Political Theory (CCPPT) থেকে পিএইচডি করছেন।

advertisement

অদিতি যুক্ত অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (AISA) সঙ্গে এবং লেফট ইউনিটি প্যানেলের প্রার্থী ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি ক্যাম্পাসে জেন্ডার জাস্টিস, প্রগ্রেসিভ ভ্যালু ও গণতান্ত্রিক অধিকার রক্ষার আন্দোলনের মুখ।

আরও পড়ুনঃ JNU ছাত্রসংসদে বামেদের দাপট, হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর চারটি প্রধান পদেই জয়ী লাল ব্রিগেড

advertisement

ভাইস প্রেসিডেন্ট হলেন কে. গোপিকা বাবু (K. Gopika Babu)

কেরলের বাসিন্দা গোপিকা বাবু ২০২২ সালে JNU থেকে সমাজবিজ্ঞানে (MA Sociology) স্নাতকোত্তর সম্পন্ন করেন। বর্তমানে তিনি Centre for the Study of Law and Governance (CSLG) থেকে পিএইচডি করছেন।
AISA ও SFI— দুই ছাত্র সংগঠনের সঙ্গেই যুক্ত গোপিকা, ছাত্র রাজনীতিতে নারীদের অংশগ্রহণ বাড়ানোর পক্ষে জোরালো কণ্ঠ।

advertisement

জেনারেল সেক্রেটারি নির্বাচিত সুনীল যাদব (Sunil Yadav)

JNU-র School of International Studies–এর পিএইচডি গবেষক সুনীল যাদব এবার নির্বাচিত হয়েছেন জেনারেল সেক্রেটারি পদে। ছাত্র রাজনীতিতে তিনি পরিচিত ডেমোক্রেটিক কালচার, হস্টেল সংস্কার ও সকলের সমান প্রতিনিধিত্বের দাবিতে সরব এক মুখ হিসেবে।
তাঁর স্লোগান— “Student Rights, Democratic Values and Inclusive Governance”— এবারের ভোটে গোটা ক্যাম্পাসে প্রতিধ্বনিত হয়েছে।

জয়েন্ট সেক্রেটারি দানিশ আলি (Danish Ali)

সেরা ভিডিও

আরও দেখুন
১,২ নয়, গুণে গুণে ২২! এতগুলি বিড়ালের সঙ্গেই সংসার, রোজ কত খরচ হয় জানেন?
আরও দেখুন

মধ্যপ্রদেশের নার্সিংহপুর জেলার ছোট্ট গ্রাম বান্দরবাড়ু থেকে উঠে আসা দানিশ আলি এবারের জয়েন্ট সেক্রেটারি। ২০১৯ সালে CAA বিরোধী আন্দোলনের সময় জামিয়া মিলিয়া ইসলামিয়ার ছাত্রদের সমর্থনে নেতৃত্ব দিয়ে তিনি প্রথমবার আলোচনায় আসেন। ২০২২ সালে JNU-র Centre for Historical Studies (CHS) থেকে স্নাতকোত্তর সম্পন্ন করে এখন তিনি পিএইচডি করছেন।

বাংলা খবর/ খবর/দেশ/
JNU Election Result 2025: JNU ছাত্র সংসদে বামেদের বড় জয়, সভাপতি পদে বসলেন দাপুটে নেত্রী অদিতি মিশ্র!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল