Proceedings of the National Academy of Science- এ প্রকাশিত আরেকটি স্টাডিজেও দাবি করা হয়েছে যে বিসিজি টিকাকরণের কারণে কোভিডে মৃত্যুর হার কম বলে মনে করা হচ্ছে ৷
জেএনইউ-র সেন্টার ফর মলিকিউলার মেডিসিনের চেয়ারপার্সন গোবর্ধন দাস জানিয়েছেন, ‘১০০০ এর বেশি করোনা আক্রান্ত হয়েছে যে সমস্ত দেশে তাদের ডেটা কালেক্ট করে এই তথ্য সামনে এসেছে ৷ শুধু ভারতে নয় অন্য দেশে যাদের বিসিজি টিকাকরণ করা আছে তারা করোনা আক্রান্তের বিষয়ে অন্যদের তুলনায় বেশি সুরক্ষিত ৷ বিসিজি ব্যবহার করায় করোনায় আক্রান্ত এবং সংক্রমণের মাত্রা দুই কম করতে সাহায্য করেছে ৷ বিশ্বজুড়ে প্রায় প্রতি বছর ১ আরব মিলিয়ন বাচ্চাদের বিসিজি ভ্যাকসিন দেওয়া হয় ৷
advertisement
তবে অন্যদিকে একদল চিকিৎসক ও বিশেষজ্ঞরা এই স্টাডিজে উঠে আসা তথ্যের সঙ্গে সহমত নন ৷ এই তথ্যের কোনও সঠিক প্রমাণ নেই ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 14, 2020 12:04 PM IST
