TRENDING:

টিবি-র ভ্যাকসিনে করোনা আক্রান্তের হওয়ার সম্ভাবনা কম? কী জানাল গবেষকরা

Last Updated:

বিসিজি টিকাকরণের কারণে কোভিডে মৃত্যুর হার কম বলে মনে করা হচ্ছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: করোনা ভাইরাসের প্রকোপ থেকে বাঁচতে বিশ্বজুড়ে ওষুধ ও ভ্যাকসিন আবিষ্কারের কাজ চলছে ৷ পাশাপাশি এই সংক্রমণ থেকে মৃত্যুর হার কমানোর উপরও জোর দেওয়া হচ্ছে ৷ সম্প্রতি দুটি গবেষণায় একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে ৷ টিবি-র জন্য যে BCG (Bacillus Calmette Guerin BCG) ভ্যাকসিন ব্যবহার করা হয় সেটি করোনায় আক্রান্তের হওয়ার সম্ভাবনা কম করে ৷ পাশাপাশি করোনা থেকে মৃত্যু হওয়ার সম্ভাবনাও কমায় ৷ সম্প্রতি এই তথ্য উঠে এসেছে দিল্লির JNU বিশ্ববিদ্যালয়ের গবেষকদের করা একটি গবেষণায় ৷
advertisement

Proceedings of the National Academy of Science- এ প্রকাশিত আরেকটি স্টাডিজেও দাবি করা হয়েছে যে বিসিজি টিকাকরণের কারণে কোভিডে মৃত্যুর হার কম বলে মনে করা হচ্ছে ৷

জেএনইউ-র সেন্টার ফর মলিকিউলার মেডিসিনের চেয়ারপার্সন গোবর্ধন দাস জানিয়েছেন, ‘১০০০ এর বেশি করোনা আক্রান্ত হয়েছে যে সমস্ত দেশে তাদের ডেটা কালেক্ট করে এই তথ্য সামনে এসেছে ৷ শুধু ভারতে নয় অন্য দেশে যাদের বিসিজি টিকাকরণ করা আছে তারা করোনা আক্রান্তের বিষয়ে অন্যদের তুলনায় বেশি সুরক্ষিত ৷ বিসিজি ব্যবহার করায় করোনায় আক্রান্ত এবং সংক্রমণের মাত্রা দুই কম করতে সাহায্য করেছে ৷ বিশ্বজুড়ে প্রায় প্রতি বছর ১ আরব মিলিয়ন বাচ্চাদের বিসিজি ভ্যাকসিন দেওয়া হয় ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

তবে অন্যদিকে একদল চিকিৎসক ও বিশেষজ্ঞরা এই স্টাডিজে উঠে আসা তথ্যের সঙ্গে সহমত নন ৷ এই তথ্যের কোনও সঠিক প্রমাণ নেই ৷

বাংলা খবর/ খবর/দেশ/
টিবি-র ভ্যাকসিনে করোনা আক্রান্তের হওয়ার সম্ভাবনা কম? কী জানাল গবেষকরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল