ছাত্র সংসদের প্রেসিডেন্ট-সহ বেশ কয়েকজন পড়ুয়ার গ্রেফতারের ঘটনায় আরও উত্তাল হয়ে ওঠে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। গ্রেফতারের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভরত ছাত্রদের পাশে দাঁড়ায় কংগ্রেস ও বামেরা। নাম না করেই বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন রাহুল। ওই মঞ্চে হাজির ছিলেন কংগ্রেস নেতা অজয় মাকেন, আনন্দ শর্মা-সহ অন্যান্যরা। নিরাপত্তার জন্য রাহুল গান্ধিকে ক্যাম্পাসের অন্য গেট দিয়ে বের করা হয়।
advertisement
সংসদ হামলার মূলচক্রী আফজল গুরুর ফাঁসির প্রতিবাদে সম্প্রতি দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে ভারত বিরোধী স্লোগান দিয়ে বিক্ষোভ দেখানোর অভিযোগ ওঠে একদল ছাত্রছাত্রীর বিরুদ্ধে। ওই ঘটনার প্রতিবাদে থানায় অভিযোগ দায়ের করে বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি। জেএনইউ-র অল ইন্ডিয়া স্টুডেন্টস ফেডারেশনের সভাপতি-সহ বেশ কয়েকজন ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও। মতামত প্রকাশের স্বাধীনতা নিয়ে এরপরই বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে। ছাত্রদের মঞ্চ থেকে জোট বেঁধে কেন্দ্রীয় সরকারের বিরোধিতায় সরব হল কংগ্রেস ও বামেরা। আসন্ন বাজেট অধিবেশনের আগে যা খুবই ইঙ্গিতপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
