TRENDING:

কানহাইয়া ভিডিও কাণ্ডে চ্যানেলদের বিরুদ্ধে মামলা করতে পারে দিল্লি সরকার

Last Updated:

কানহাইয়া বিতর্কে বিকৃত ভিডিও ব্যবহারের কথা ফরেন্সিক পরীক্ষায় আগেই প্রমাণিত ৷ এই রিপোর্ট সামনে আসার পর থেকেই জলঘোলা শুরু হয়ে যায় বিভিন্ন মহলে ৷ জাল ভিডিও ব্যবহার করার জন্য কড়া পদক্ষেপ নিতে চলেছে দিল্লি সরকার ৷ সূত্রের খবর, বিকৃত ভিডিও প্রচারকারী বৈদ্যুতিন মাধ্যমের বিরুদ্ধে মামলা করতে পারে কেজরিওয়াল সরকার ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: কানহাইয়া বিতর্কে বিকৃত ভিডিও ব্যবহারের কথা ফরেন্সিক পরীক্ষায় আগেই প্রমাণিত  ৷ এই রিপোর্ট সামনে আসার পর থেকেই জলঘোলা শুরু হয়ে যায় বিভিন্ন মহলে ৷ জাল ভিডিও ব্যবহার করার জন্য কড়া পদক্ষেপ নিতে চলেছে দিল্লি সরকার ৷ সূত্রের খবর, বিকৃত ভিডিও প্রচারকারী বৈদ্যুতিন মাধ্যমের বিরুদ্ধে মামলা করতে পারে কেজরিওয়াল সরকার ৷ জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের এক সভায় আফজল গুরুর ফাঁসির বর্ষপূর্তিতে ভারত বিরোধী স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে কানহাইয়ার বিরুদ্ধে। এই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় এই ছাত্রনেতাকে ৷ জেএনইউ-তে দেশবিরোধী স্লোগান ইস্যুতে প্রমাণ হিসেবে ব্যবহৃত করা হয় বেশ কয়েকটি ভিডিও ক্লিপ ৷ কিন্তু ফরেন্সিক পরীক্ষায় উঠে আসে চাঞ্চল্যকর তথ্য ৷ জানা যায়,  প্রমান হিসেবে ব্যবহৃত ভিডিওর মধ্যে দুটি জাল ভিডিও ৷ এরপর থেকেই উত্তাল হয়ে উঠে বিভিন্ন মহল ৷ ৷ গত ১৩ ফেব্রুয়ারি প্রমাণ হিসেবে ব্যবহৃত ভিডিও ক্লিপগুলির ফরেন্সিক পরীক্ষার নির্দেশ দিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল ৷ দুটি ভিডিওতে স্লোগানগুলি আলাদা করে লাগানো হয়েছে ৷ এরপর থেকেই বিপাকে পড়েছে দিল্লি পুলিশ ৷
advertisement

রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেফতার হওয়া জেএনইউ-র ছাত্রনেতা কানহাইয়াকে ঘিরে গত এক মাস ধরে উত্তাল হয়ে উঠে গোটা দেশ। সংসদ থেকে দিল্লির রাজপথ, কানহাইয়ার মুক্তির দাবিতে দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভে সামিল হন হাজার হাজার মানুষ।অবশেষে শর্তসাপেক্ষে জামিন হল কানহাইয়া কুমারের। ২ মার্চ জেএনইউ-র ছাত্র সংসদের সভাপতিকে ছ-মাসের জন্য অন্তর্বর্তী শর্তাধীন জামিন দিল দিল্লি হাইকোর্ট। বুধবার ১০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে কানহাইয়ার জামিন মঞ্জুর করে আদালত। বৃহস্পতিবার সন্ধেয় তিহার জেল থেকে ছাড়া পেতে চলেছেন কানহাইয়া ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/দেশ/
কানহাইয়া ভিডিও কাণ্ডে চ্যানেলদের বিরুদ্ধে মামলা করতে পারে দিল্লি সরকার