বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের এক সভায় সংসদ হামলায় দোষী সাব্যস্ত আফজল গুরুর ফাঁসির বর্ষপূর্তিতে ভারত বিরোধী স্লোগান দেওয়ার অভিযোগ উঠে কানহিয়ার বিরুদ্ধে। সংসদে জঙ্গি হামলায় দোষী সাব্যস্ত আফজল গুরুকে ২০১৩ সালে ফাঁসি দেওয়া হয়। সভায় আফজল গুরুকে ফাঁসি দেওয়ার প্রতিবাদে ছাত্ররা স্লোগান দেন বলে অভিযোগ। প্রতিবাদে বসন্তকুঞ্জ উত্তর থানায় অভিযোগ দায়ের করে বিজেপির ছাত্র শাখা এবিভিপি। শুক্রবার সকালে জিজ্ঞাসাবাদের জন্য ক্যাম্পাস থেকে ছাত্র সংসদের সভাপতি কানহাইয়া কুমারকে নিয়ে যায় পুলিশ। পরে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তাকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। কানহাইয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা ও ফৌজদারি ষড়যন্ত্রের মামলা রুজু করা হয়েছে। তিনদিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে দিল্লির এক আদালত।
advertisement
Location :
First Published :
February 13, 2016 2:32 PM IST