ঘাটশিলা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী হয়েছেন জেএমএম প্রার্থী সোমেশচন্দ্র সোরেন৷ বিজেপি প্রার্থী বাবুলাল সোরেনকে পরাজিত করেন তিনি৷ এই বাবুলাল সোরেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেনের ছেলে৷ হেমন্ত সোরেন গ্রেফতার হয়ে জেলে থাকাকালীন চম্পাই সোরেনকেই মুখ্যমন্ত্রী পদে বসিয়েছিল জেএমএম৷ কিন্তু হেমন্ত সোরেন জামিন পেতেই মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হন জেএমএম-এর একসময়ের শীর্ষ নেতা চম্পাই সোরেন৷ এর পরই জেএমএম ছেডে় বিজেপি-তে যোগ দেন তিনি৷
advertisement
সেই চম্পাই সোরেনের ছেলেকে পরাজিত করে ঘাটশিলা কেন্দ্র নিজেদের দখলে রাখা অবশ্যই হেমন্ত সোরেনের দলের জন্য বিশেষ তাৎপর্য বহন করে৷ রাজ্যের শিক্ষা মন্ত্রী এবং ঘাটশিলার বিধায়ক রামদাস সোরেনের মৃত্যুর কারণেই ঘাটশিলায় উপনির্বাচন করতে হয়৷ সেই উপনির্বাচনে রামদাসের ছেলে পেশায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সোমেশচন্দ্র সোরেনকেই প্রার্থী করে জেএমএম৷ ঘাটশিলা দখলে রাখতে মরিয়া মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন নিজের মন্ত্রিসভার প্রায় সব সদস্যকেই এই উপনির্বাচনের প্রচারে নামিয়েছিলেন৷ হেমন্ত সোরেন নিজেও তাঁর স্ত্রীকে নিয়ে একাধিকবার এই কেন্দ্র রোড শো এবং জনসভা করেন৷
অন্যদিকে রাজনীতিবিদ হিসেবে নিজের বাবা চম্পাই সোরেনের জনপ্রিয়তাকে কাজে লাগিয়েই বাজিমাত করতে চেয়েছিলেন বাবুলাল৷ গত বছরও বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে রামদাস সোরেনের কাছেই ২২ হাজার ভোটে পরাজিত হন তিনি৷
ঘাটশিলা কেন্দ্রটি আদিবাসীদের জন্য সংরক্ষিত৷ ফলে আদিবাসী ভোটব্যাঙ্ক তাদের সঙ্গে রয়েছে, তা প্রমাণে মরিয়া ছিল জেএমএম- বিজেপি দু পক্ষই৷ শেষ পর্যন্ত অবশ্য শেষ হাসি হাসল হেমন্ত সোরেনের দলই৷
