TRENDING:

রমজান মাসে উপত্য়কায় জঙ্গিদমন অভিযানে নিষেধাজ্ঞা কেন্দ্রের

Last Updated:

আগামী একমাস উপত্যকায় জঙ্গি দমন অভিযানে নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্র ৷ রমজান মাসে জম্মু-কাশ্মীরে শান্তি বজায় রাখতেই এহেন নির্দেশ দিয়েছে কেন্দ্র ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: আগামী একমাস উপত্যকায় জঙ্গি দমন অভিযানে নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্র ৷ রমজান মাসে জম্মু-কাশ্মীরে শান্তি বজায় রাখতেই এহেন নির্দেশ দিয়েছে কেন্দ্র ৷ বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির অনুরোধ মেনেই এমনটা ঘোষণা করেছেন ৷
advertisement

এই বিষয়টি নিয়ে কেন্দ্রের তরফে একাধিক টুইট করা হয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে ৷ সেই টুইটেই রমজান মাসে শান্তি বজার রাখার কথা বলা হয়েছে ৷ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যাতে শান্তিতে রমজান মাসের সমস্ত আচার মানতে পারেন ৷ সেই কারণেই এহেন পদক্ষেপ নেওয়া হয়েছে ৷ তবে, উপত্যকার সাধারণ মানুষের প্রাণ রক্ষার জন্য কোনও হামলা রুখতেও প্রস্তুত থাকবে সেনাবাহিনী ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

প্রসঙ্গত, এই বিষয়টি নিয়ে গত সপ্তাহেই নরেন্দ্র মোদির কাছে আর্জি জানিয়েছিলেন মেহবুবা মুফতি ৷ বুধবার থেকে ১৪ জুন অবধি উপত্যকায় শান্তি বজায় রাখার অনুরোধ জানিয়েছিলেন মুফতি ৷ সেই নির্দেশে সাড়া দিয়েই কেন্দ্র এহেন একটি পদক্ষেপ গ্রহণ করেছে ৷ এই ঘোষণার পরই প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে টুইট করে ধন্যবাদ জানান মেহবুবা ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
রমজান মাসে উপত্য়কায় জঙ্গিদমন অভিযানে নিষেধাজ্ঞা কেন্দ্রের