শুক্রবার গোপনসূত্রে খবর পেয়ে সেনা-পুলিশ যৌথ ভাবে হানা দিয়ে হামলা চালায় ৷ শুরু হয় সংঘর্ষ ৷ সেনা-জঙ্গি সংঘর্ষে বুরহান-সহ আরও দুই জঙ্গির মৃত্যু হয়েছে ৷
বুরহানের মৃত্যুর পর থেকে শ্রীনগর জুড়ে কড়া নিরাপত্তা মোতায়েন করা হয়েছে ৷ জারি করা হয়েছে হাি অ্যালার্ট ৷ হিংসার কারণে আজকের জন্য বাতিল করা হয়েছে অমরনাথ যাত্রা ৷ সমস্ত স্কুলের পরীক্ষাও স্থগিত রাখা হয়েছে ৷ বারামুল্লা থেকে বানিহল পর্যন্ত বন্ধ রাখা হয়েছে ট্রেন চলাচল ৷
advertisement
কাশ্মীরে সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল বুরহান ৷ এলাকার স্থানীয় যুবকদের সন্ত্রাসবাদে যোগ দেওয়ার জন্য বিভিন্ন ভাবে উৎসাহিত করতেন তিনি ৷ তাই বুরহানকে খতম করতে পারা নিরাপত্তাবাহিনীর কাছে একটি বিশাল সাফল্য ৷
অন্যদিকে কাশ্মীর উপত্যকা জুড়ে বনধের ডাক দিয়েছে বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলি ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন জায়গায় কার্ফু জারি করা হয়েছে ৷ বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা ৷ পাশাপাশি শ্রীনগরের ৭টি থানা এলাকা সহ অনন্তনাগ, শোপিয়ান, পুলগাম ও সোপোর শহরে বন্ধ রাখা হয়েছে মোবাইল, ইন্টারনেট পরিষেবা।