TRENDING:

Jim Corbett National Park Tigress: চোরাশিকারিদের ধারালো ফাঁদ বিঁধে আছে পেটে! ৩ শাবকের জন্ম দিল বাঘিনী

Last Updated:

Jim Corbett National Park Tigress: তিন জন বিশেষজ্ঞের একটি দল তাকে পরীক্ষা করছেন৷ এর পর ঠিক করা হবে পরবর্তী চিকিৎসা পদ্ধতি নিয়ে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রামনগর : চোরাশিকারিদের ফাঁদে ধরা পড়েছিল বাঘিনীটি৷ কোনওরকমে নিজেকে মুক্ত করে চতুষ্পদটি৷ কিন্তু তার পেটে বিঁধেই ছিল ফাঁদের খোলা ধারালো অংশ৷ সেই আঘাতে ক্ষতবিক্ষত হয়েই তিনটি শাবকের জন্ম দিল বাঘিনী৷ এই ঘটনা জিম করবেট জাতীয় উদ্যানের৷ আপাতত মা এবং শাবকদের ঠিকানা জাতীয় উদ্যানের ঢেলা বাঘ পুনর্বাসন কেন্দ্র৷ বাঘিনীর সদ্যোজাত শাবকরা সুস্থ আছে৷ তবে আট বছর বয়সি ওই বাঘিনীর পেটে বিঁধে থাকা লোহার ধারাল অংশচটি ভাবাচ্ছে বিশেষজ্ঞদের৷ তিন জন বিশেষজ্ঞের একটি দল তাকে পরীক্ষা করছেন৷ এর পর ঠিক করা হবে পরবর্তী চিকিৎসা পদ্ধতি নিয়ে৷ তবে ওই আঘাত ছাড়া সুস্থই আছে বাঘিনী৷ শাবক-সহ আইসোলেশন রয়েছে সদ্য মা হওয়া বাঘিনী৷
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

উত্তরাখণ্ডের নৈনিতাল জেলার জিম করবেট জাতীয় উদ্যানের কর্মীরা গত এপ্রিল মাসে বাঘিনীটিকে অস্বাভাবিক অবস্থায় দেখতে পান৷ তার পর তাকে উদ্ধার করে নিয়ে আসা হয়৷ চার মাস ধরে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল৷ বিশেষজ্ঞরা জানিয়েছেন সন্তানসম্ভবা হওয়ায় অস্ত্রোপচার করে ফাঁদের অংশ বার করা যায়নি৷ তবে এ বার অস্ত্রোপচারের কথা ভাবনাচিন্তা করা হচ্ছে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

পেটে ধারাল লোহা বিঁধে থাকা অবস্থায় সন্তানের জন্ম দেওয়া পশুদের ক্ষেত্রে বিরল বলেই ধারণা বিশেষজ্ঞদের৷ অন্তঃসত্ত্বা অবস্থায় অত্যন্ত আক্রমণাত্মক অবস্থায় ছিল বাঘিনীটি৷ তাই তাকে ‘জিরো ডিস্টার্ব্যান্স’ জোনে রাখা হয়েছে৷ কোনও ছবি বা ভিডিওর অনুমতি নেই সেখানে৷

বাংলা খবর/ খবর/দেশ/
Jim Corbett National Park Tigress: চোরাশিকারিদের ধারালো ফাঁদ বিঁধে আছে পেটে! ৩ শাবকের জন্ম দিল বাঘিনী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল