TRENDING:

প্রাণের ঝুঁকি নিয়ে মাচ্ছু নদীতে ঝাঁপ দিয়ে রক্ষা শিশু-সহ অসংখ্য প্রাণ, গুজরাতের সেতুবিপর্যয়ে নায়ক জিগ্নেশ ও তাঁর সঙ্গীরা

Last Updated:

Gujarat Bridge Collapse: সেতু ধসে পড়ার ঠিক পর পর ওই জায়গা দিয়ে যাচ্ছিলেন জিগ্নেশ ও তাঁর সঙ্গীরা৷ ভিড় দেখে এগিয়ে যান৷ তখনই চোখে পড়ে ধসে পড়া সেতু

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আমদাবাদ: জিগ্নেশ লালজিভাই এবং তাঁর সহকারীরা প্রশিক্ষণ দেন সেনাবাহিনীতে যোগ দিতে ইচ্ছুক যুবকদের৷ কাজের বাইরে তাঁরা নিজেরাই এ বার পরিত্রাতা হয়ে দেখা দিলেন গুজরাতের মোরবি শহরের দুর্ঘটনাস্থলে৷ রবিবার সেতু ধসে পড়ার পর উদ্ধারকারীরা পৌঁছনর আগেই উদ্ধারকাজ নেমে পড়েন জিগ্নেশ ও তাঁর সঙ্গীরা৷ সেতু ধসে পড়ার ঠিক পর পর ওই জায়গা দিয়ে যাচ্ছিলেন জিগ্নেশ ও তাঁর সঙ্গীরা৷ ভিড় দেখে এগিয়ে যান৷ তখনই চোখে পড়ে ধসে পড়া সেতু৷
advertisement

সংবাদমাধ্যমে জিগ্নেশ জানিয়েছেন তিনি তাঁর সঙ্গীদের বলেন ভাঙা সেতুর উপরে উঠে যেতে৷ তার পর যাঁরা পেরেছেন নদীতে লাফিয়ে পড়েছেন৷ যাঁরা পারেননি তাঁরা নদীর জলে ছুড়ে দিয়েছেন লম্বা দড়ি৷ নিজেদের জীবন তুচ্ছ করে ৮০ থেকে ৯০ জনের জীবন তাঁরা বাঁচিয়েছেন৷ দাবি জিগ্নেশের৷ যাঁদের তাঁরা উদ্ধার করেছেন, তাঁদের মধ্যে আছে শিশুও৷ কর্তৃপক্ষের দাবি, দুর্ঘটনার সময় প্রায় ৪০০ জন ছিলেন ব্রিটিশ আমলে তৈরি ওই ঝুলন্ত সেতুতে৷ কয়েক মাস ধরে মেরামতির জন্য বন্ধ ছিল সেতুটি৷ দিন চারেক আগে খুলে দেওয়া হয়েছে সাধারণ মানুষের জন্য৷ তার পরই এই বিপত্তি৷

advertisement

আরও পড়ুন : মোরবি ব্রিজ বিপর্যয়ে গ্রেফতার ৯, ধৃতদের তালিকায় ব্রিজ রক্ষণাবেক্ষণ সংস্থার ২ ম্যানেজার, ৩ নিরাপত্তা রক্ষী

আরও পড়ুন : 'টিকিট কেটে ব্রিজে তখন প্রায় ৪০০ জন, কয়েক সেকেন্ডের মধ্যেই নদীতে ছিঁড়ে পড়ল সেতু', এখনও শিউরে উঠছেন প্রত্যক্ষদর্শীরা

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

এদিকে সূত্র থেকে জানা যাচ্ছে, যে সংস্থা সেতুর দেখভাল করে, তারা এই মুহূর্তে সেতু সাধারণের ব্যবহারের জন্য খুলে দেওয়ার অনুমতি দেওয়া হয়নি৷ তবে মোরবি পুরসভার তরফে জানানো হয়েছে সেরকম কোনও খবর তাদের কাছে ছিল না৷ ৪ ফুট চওড়া, ২৫৫ গজ লম্বা এই ঝুলন্ত সেতু ছিল দরবারগড় প্যালেস হোটেল এবং শহরের মধ্যে সংযোগ রক্ষাকারী মাধ্যম৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
প্রাণের ঝুঁকি নিয়ে মাচ্ছু নদীতে ঝাঁপ দিয়ে রক্ষা শিশু-সহ অসংখ্য প্রাণ, গুজরাতের সেতুবিপর্যয়ে নায়ক জিগ্নেশ ও তাঁর সঙ্গীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল