অভিযোগ অনুযায়ী, ছাত্রীদের শার্ট খুলে ব্লেজার পরে বাড়ি ফিরে যেতে বাধ্য করা হয়েছিল। এই ঘটনা শুক্রবার ধানবাদের জোড়াপোখর থানার অধীন দিগওয়াদিহ এলাকার একটি নামী স্কুলে ঘটেছে, ধানবাদ জেলা শাসক (ডিসি) মাধবী মিশ্র জানিয়েছেন।
আরও পড়ুন: স্মার্টফোন দিতে পারেনি বাবা, দুঃখে চরম সিদ্ধান্ত ছেলের! তারপরই হল আরও ভয়ঙ্কর ঘটনা…
অভিভাবকদের অভিযোগ, পরীক্ষার পরে ১০ম শ্রেণির ছাত্রীরা ‘পেন ডে’ উদযাপন করছিল এবং পরস্পরের শার্টে বার্তা লিখছিল।
advertisement
স্কুলের প্রধান শিক্ষক এই উদযাপনে আপত্তি জানান এবং ছাত্রছাত্রীদের ক্ষমা চাওয়া সত্ত্বেও তাদের শার্ট খুলে দিতে বলেন। এরপর ছাত্রীদের শার্ট ছাড়া ব্লেজার পরে বাড়ি পাঠানো হয় বলে অভিভাবকেরা ডিসিকে জানিয়েছেন।
আরও পড়ুন: এক, দুই নয়, ৪ বছরে ৬৪ জনের লালসার শিকার কিশোরী! FIR লিখতে গিয়ে হাঁপিয়ে গেল পুলিশ…
“বিভিন্ন অভিভাবক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। আমরা ক্ষতিগ্রস্ত ছাত্রীদের সঙ্গেও কথা বলেছি। প্রশাসন এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। এই বিষয়ে তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে,” মিশ্র বলেন।
তদন্ত কমিটিতে এসডিএম, জেলা শিক্ষা আধিকারিক, জেলা সমাজকল্যাণ আধিকারিক এবং সাব-ডিভিশনাল পুলিশ অফিসার অন্তর্ভুক্ত রয়েছেন। তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে বলে ডিসি জানিয়েছেন।
শনিবার, যখন অভিভাবকেরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে ডিসির অফিসে যান, তখন তাদের সঙ্গে ছিলেন ঝাড়িয়া বিধানসভা এলাকার বিধায়ক রাগিনী সিং। তিনি এই ঘটনাকে “লজ্জাজনক ও দুর্ভাগ্যজনক” বলে বর্ণনা করেছেন।