সরযূ রায় বলেন যে তিনি রঘুবর দাসকে ৩০,০০০ ভোটে হারাবেন। তিনি আরও জানিয়ে দিয়েছেন যে, 'তিনি কোনও জোটে থাকবেন না। নির্দল হিসাবেই থাকবেন।'
প্রসঙ্গত, আগে সরযূ রায় বিজেপি মন্ত্রীসভার সদস্য ছিলেন। নির্বাচনের কিছুদিন আগে দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে দল ছাড়েন তিনি। গত ৫ বছরে একাধিকবার মুখ্যমন্ত্রী রঘুবর দাসের বিরুদ্ধে সরব হয়েছিলেন তিনি।
এখনও পর্যন্ত কোনও আসনের ফলাফল ঘোষিত না হলেও ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের ট্রেন্ড অনুযায়ী ক্ষমতাচ্যুত হতে চলেছে বিজেপি। বিজেপির থেকে অনেকটাই এগিয়ে কংগ্রেস-জেএমএম জোট। গণনা এখনও চলছে।
advertisement
এখনও পর্যন্ত বিজেপি এগিয়ে ২২টি আসনে। অন্যদিকে কংগ্রেস, আরজেডি এবং জেএমএম জোট এগিয়ে ৪৪ আসনে। যার মধ্যে জেএমএম ৩১, কংগ্রেস ১৪ এবং আরজেডি ৪ আসনে এগিয়ে রয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 23, 2019 4:07 PM IST